
* কোন্ কোন্ বিষয় করোনাকে বাড়িয়ে দেয়?
* কিছু বিষয় সত্যিই করোনাকে বাড়িয়ে দেয়।
* যেমন, ডায়বেটিস রোগী করোনা আক্রান্ত হলে তার ফল ভাল হয় না
* যেমন, মোটা মানুষের ওপর করোনার প্রভাব খারাপ হয়।
* হার্টের রোগী মারাত্মকভাবে করোনা আক্রান্ত হতে পারে।
* কিডনি রোগের সঙ্গে করোনা হলে যারপরনাই খারাপ হতে পারে।
* এ্যালকোহলিকরা মারাত্মক করোনায় আক্রান্ত হয়। তার উদাহরণ পাশের দেশ ইন্ডিয়া ও ইতালি ।
* আবদ্ধ জায়গায় করোনা বেশি ছড়ায়।
* এসির মধ্যে (২৫ ডিগ্রীর নিচে) করোনা বেশি ছড়ায়।
* জড় জীবন যাপনের মধ্যে করোনা বেশি ছড়ায়। ৩০ মিনিট অন্তত প্রতিদিন ব্যায়াম দরকার।
* ভিটামিন ডি ও সি’র অভাবে করোনা বেশি ছড়ায়।
* বেশি কথা বললে এ্যারোসোলের মাধ্যমে করোনা বেশি ছড়ায়। তাই জটলা পাকালে ও মাস্ক ব্যবহার না করলে করোনা বেশি ছড়ায় ।
* বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত না ধুলে করোনা বেশি ছড়ায়।
ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল
হলি ফ্যামিলি হাসপাতাল
০১৭১৫২৮৫৫৫৯