ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

রাজধানীতে বাসের ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত: ০৯:২৭, ১০ জানুয়ারি ২০২০

রাজধানীতে বাসের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাসের ধাক্কায় বিল্লাল (১২) নামে এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল একজন হকার। পরিবহনের যাত্রীদের কাছে আমড়া বিক্রি করত। বৃহস্পতিবার বেলা ২টার দিকে গাবতলী এলাকায় একই কাজে রাস্তায় দাঁড়িয়েছিল সে। এরইমধ্যে ডিপো থেকে বিআরটিসির বাসটি বের হয়ে মোড় নিয়ে বিল্লালকে ধাক্কা দেয়। এতে শিশু বিল্লাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফায়েল আহমেদ জানান, ঘটনার পরপরই বাসচালক গোলাম রাব্বানী পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে।
×