ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুকুরের টিকাদান বিষয়ক সভা

প্রকাশিত: ০৯:৩১, ৩১ ডিসেম্বর ২০১৯

কুকুরের টিকাদান বিষয়ক সভা

সংবাদদাতা, মঠবাড়িয়া, ৩০ ডিসেম্বর ॥ মঠবাড়িয়ায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কর্মসূচী বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানয়তনে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসানের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, নারী ভাইস চেয়ারম্যান নাছরিন জাহান, উপজেলা ভেটেরিনারি সার্জন শ্যামল চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ৩০ ডিসেম্বর ॥ গফরগাঁওয়ে সোমবার দুপুরে পশু হাসপাতাল রোড মুক্তপায়রা খেলাঘর আসর চত্বরে মুক্তপায়রা খেলাঘর আসর ও তাথৈ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে এতিম, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিমউদ্দিন মাস্টার, ময়মনসিংহ জেলা শিশু একাডেমির প্রশিক্ষক মিজানুর রহমান মিজান, তাথৈ সাংস্কৃতিক একাডেমির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদুল হাসান সাজু, মুক্ত পায়রা খেলাঘর আসরের সঙ্গীত প্রশিক্ষক বাবু রামনাথ ঠাকুর ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
×