ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

রেণু হত্যার হোতা হৃদয় তিনদিনেও গ্রেফতার হয়নি

প্রকাশিত: ১১:১৫, ২৪ জুলাই ২০১৯

রেণু হত্যার হোতা হৃদয় তিনদিনেও গ্রেফতার হয়নি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেণুকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা হৃদয়কে তিনদিনেও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, তার খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে মঙ্গলবার বিকেলে দুই আসামিকে গ্রেফতারের পর তাদের চারদিনের রিমান্ড নেয়া হয়েছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পাঁচ আসামি রিমান্ডে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গণপিটুনির ভিডিও দেখে পুলিশ চাঞ্চল্যকর এ ঘটনার মূল হোতা হিসেবে হৃদয়কে শনাক্ত করেছে। অন্যদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, ভিডিও ফুটেজ দেখে সোমবার রাতে মোঃ কামাল হোসেন ও আবুল কালাম আজাদ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা উত্তর বাড্ডায় থাকত। তিনি জানান, মঙ্গলবার গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ও প্রকৃতি রহস্য উদ্ঘাটনের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাদের চারদিনের রিমান্ডের আদেশ দেয়। এদিকে আসামি পক্ষের আইনজীবী সজীব কুমার ম-লসহ আরও অনেকেই রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এর আগে রবিবার রাতে মোঃ শাহীন, জাফর হোসেন, শহিদুল ইসলাম ও বাচ্চু মিয়া নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের সোমবার আদালতে হাজির করা হলে তিনজনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জাফর হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে তাকে কারাগারে পাঠানো হয়।

শীর্ষ সংবাদ:

জেসমিনের মৃত্যু, মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ক্লোজড
গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
বৈধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
ঈদে ফেরিতে ছয় দিন ট্রাক পারাপার বন্ধ
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
রমজান ও ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা