ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সাবেক স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা মিলার

প্রকাশিত: ১০:৫৬, ১২ জুলাই ২০১৯

 সাবেক স্বামীসহ তিনজনের বিরুদ্ধে  মামলা মিলার

কোর্ট রিপোর্টার ॥ সাবেক স্বামী পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মামলা করেছেন কণ্ঠশিল্পী মিলা। বৃহস্পতিবার বিকেলে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আসসামছ মোহাম্মদ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে এবং পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ইউনিটকে অভিযোগের তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
×