ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মহানন্দার বুকে ফসল, ধু-ধু বালুচর

প্রকাশিত: ০৯:১৭, ২৬ এপ্রিল ২০১৯

মহানন্দার বুকে ফসল, ধু-ধু বালুচর

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পানি প্রবাহ থেমে গেছে। তীব্র খরস্রোতা নদী মহানন্দার এই হাল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সামনে। পুরো শহর ও পৌর এলাকার মধ্যে নদীর অবস্থান প্রায় ১৫ কিলোমিটার। বিশেষ করে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুর উজানে ২.৫ কিলোমিটার ও ভাটিতে সমান পরিমাণ এলাকা জুড়ে এখন চাষ হচ্ছে ইরি বোরো। এক শ্রেণীর লোক নদীর তলদেশ দখল নিতে নেমে পড়ে নদীতে। মহানন্দা সেতুর দুই দিকে প্রায় দুই হাজার হেক্টরের অধিক এখন ফসলের জমি। সেতু নির্মাণকালীন নদী শাসন করতে গিয়ে নদী সঙ্কুচিত হয়ে পড়ে। ফলে প্রতিবছর চর পড়া শুরু হয়। এখন চর পড়তে পড়তে নদীর মূল প্রবাহ একেবারে থেমে গেছে। নদীর অপর পারে সেতু সংলগ্ন বারঘরিয়ায় প্রায় হাজার খানেক জেলে পরিবার একেবারে বেকার হয়ে পড়েছেন। তাদের কোন কাজ নেই নদীতে পানি না থাকায়। মারাত্মক প্রতিক্রিয়ায় মরুভূমি হতে চলেছে ভোলাহাট, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও নবাবগঞ্জ সদর। বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি ব্যবস্থা। বিশেষ করে গোমস্তাপুর, নাচোল ও সদরের বরেন্দ্র ভূমিতে টান পড়েছে সেচের। তিন উপজেলার প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা না পাওয়ার কারণে ধান মরে যাচ্ছে। কারণ নদীতে পানি না থাকায় পাড়ের ১৪টি সেচ ক্যানেল বন্ধ ও বরেন্দ্র ভূমির ডিপে পানি আসছে না। নদীর তলদেশ শুকিয়ে যাওয়ার কারণে বরেন্দ্র এলাকায় পানির স্তর নেমে গেছে। চাঁপাই শহরে সব ধরনের টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। পাশাপাশি আম বাগানের গুটি ঝরে পড়ছে পানির অভাবে।
×