ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কমিউনিটি রেডিও’র আন্তর্জাতিক স্বীকৃতি

প্রকাশিত: ১২:১৯, ১১ এপ্রিল ২০১৯

কমিউনিটি রেডিও’র আন্তর্জাতিক স্বীকৃতি

বিএনএনআরসি-এর কমিউনিটি রেডিও বিষয়ক দুটি মৌলিক উদ্ভাবনী উদ্যোগ জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলনে চ্যাম্পিয়ন হিসেবে ‘ডব্লিউএস আইএস’ ২০১৯ এর স্বীকৃতি পেয়েছে। বিএনএনআরসির ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বেসরকারী সংস্থা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী ৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত ডব্লিউএসআইএস ফোরামে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সেক্রেটারি জেনারেল মি. হওলিন ঝাও এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন সম্মানজনক এই ফোরামে ৯০ চ্যাম্পিয়ন ঘোষণা করে এবং এর মধ্যে ১৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত উদ্যোগ/প্রকল্প দুটি হচ্ছে কোস্ট ট্রাস্টের সহায়তায় বাস্তবায়িত ‘কমিউনিটি ক্লাইমেট জাস্টিস এ্যান্ড রেসিলিয়েন্স থ্রো কমিউনিটি রেডিও এ্যাট কোস্টাল এরিয়াস অব দ্য বে অব বেঙ্গল ইন বাংলাদেশ’ এবং ফ্রেডরিক নোমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম-এর সহায়তায় বাস্তবায়িত ক্রিয়েটিং এ্যাওয়ারনেস অন রাইট টু ইনফরমেশন (আরটিআই) থ্রো কমিউনিটি রেডিও।’ জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন পুরস্কার একটি অদ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যা ডব্লিউ এসআইএসের অংশীজনদের অনুরোধে ব্যক্তি, সরকার এবং নাগরিক সমাজকে মূল্যায়নের একটি আন্তর্জাতিক প্রক্রিয়া যা আন্তর্জাতিক সংস্থা, গবেষণা সংগঠন, প্রাইভেট কোম্পানিগুলোর তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন ও কৌশল সাফল্যের সঙ্গে বাস্তবায়নের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ডব্লিউএসআইএস বিষয়ক পুরস্কার বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নিজ কাজের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে একটি সমাজ মনে করে এর আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কাজ করে। ২০১২ সালে এই প্রতিযোগিতা প্রথম শুরু হয় এবং তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।-বিজ্ঞপ্তি
×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার