স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে নিখোঁজের দশ দিন পর একই পরিবারের নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ রাজধানীর কেরানীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ এসব তথ্য জানান। তিনি জানান, উদ্ধারকৃতরা হলো জামাল সরদারের বড় মেয়ে আশামনি (১১), প্রিয়া মনি (৪) ও তার ভায়রার মেয়ে সোমাইয়া (১৪) ও শ্যালকের ছেলে আজিম (৭)। তবে নিখোঁজ রয়েছে তার স্ত্রী ফরিদা ওরফে নিপা (৩০)।
পুলিশ সুপার জানান, সিদ্ধিরগঞ্জের মাদানী নগর নুরবাগ এলাকার এমদাদুল হক ভুইয়া পাঁচ তলার বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস কর্মকর্তা জামাল সরদারের স্ত্রী ফারিদা ওরফে নিপা ও তার দুই মেয়েসহ একই পারিবারের পাঁচ সদস্য নিখোঁজ হয়। বিষয়টি গার্মেন্টস কর্মকর্তা জামাল সরদার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জামাল সর্দারের ভায়রার ছেলে নাজিম উদ্দিন ওরফে আজিমকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকার নূরআনী মাদ্রাসা থেকে, বড় মেয়ে আশা মনিকে ব্রাহ্মণবাড়িয়া ল্যাবরেটরি আবাসিক স্কুল থেকে ছোট মেয়ে প্রিয়া মনি এবং ভাইরার মেয়ে সোমাইয়াকে কেরানীগঞ্জ একটি এলাকা থেকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মাদানী নগর নুরবাগ এলাকায় থেকে একই পরিবারে পাঁচ সদস্য নিখোঁজ হয়।