স্টাফ রিপোর্টার ॥ সরকার ভিন্ন কায়দায় মৃত বাকশালকে জীবিত করতে চায় আর এ জন্যই বিভিন্ন আইন প্রণয়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী আরও বলেন, দেশে একদলীয় শাসন পাকাপোক্ত করতে চায় আওয়ামী লীগ। জনগণের এজলাসে একদিন তাদের বিচার করা হবে।
রিজভী বলেন, আইনের মারপ্যাঁচে সরকার দেশে একদলীয় বাকশালী ব্যবস্থার পুনরুজ্জীবন ঘটাচ্ছেন। আর এ জন্যই জাতীয় সংসদে অনেক আইন পাস করা হয়েছে। এ জন্য জনগণের এজলাসে একদিন তাদের বিচার করা হবে।
বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, ‘যদি জনগণ ভোট দেয় আর আমরা আবার ক্ষমতায় আসতে পারি তাহলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।’ প্রধানমন্ত্রীর এ বক্তব্যে আবারও প্রমাণিত হলো তার মন রাজনৈতিক প্রতিহিংসায় ভরা। তিনি রাষ্ট্রক্ষমতা আটকে রেখেছেন জনগণের কল্যাণে নয়, শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করাটাই হচ্ছে মূল লক্ষ্য। প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও আইনী ব্যবস্থায় নীতি কার্যকর আছে কেবল ক্ষমতাসীনদের স্বার্থে।
মৃত বাকশালকে জীবিত করতে চায় সরকার ॥ রিজভী
প্রকাশিত: ০৫:৫৬, ২৬ অক্টোবর ২০১৮
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: