ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বাল্যবিয়ে ঠেকাতেছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:০২, ২১ সেপ্টেম্বর ২০১৮

বাল্যবিয়ে ঠেকাতেছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ সেপ্টেম্বর ॥ বাল্যবিয়ে ঠেকাতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বাউফল আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী (১৪)। বৃহস্পতিবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ছাত্রীটির বাসা পৌর শহরের ৩নং ওয়ার্ডের সরকারী কলেজ রোড এলাকায়। নড়াইলে বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২০ সেপ্টেম্বর ॥ নড়াইলে সড়ক দুর্ঘটনায় আকাশ শেখ (১৮) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সীমাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আকাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন। নিহত আকাশ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ বিক্রির কাজ করতেন।
×