নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৬ আগস্ট ॥ প্রায় অর্ধ লাখ লোকের সমাগম ঘটিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। শরীয়তপুর পৌরসভা ও সদর থানা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে রবিবার সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিতে জেলার সব ইউনিয়ন, থানা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে জমায়েত হতে থাকে। দুপুরের দিকে শহীদ মিনার মাঠ ছাপিয়ে শরীয়তপুর শহর যেন লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মাস্টার মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল ফজল মাস্টার প্রমুখ।
শীর্ষ সংবাদ: