ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশু সন্তানদের ফিরে পেতে ঘুরছেন এক সরকারী কর্মচারী

প্রকাশিত: ০৪:১২, ২৬ আগস্ট ২০১৮

    শিশু সন্তানদের ফিরে পেতে ঘুরছেন এক সরকারী  কর্মচারী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ স্ত্রী সন্তানদের ফিরে পেতে থানায় জিডি করায় সরকারী এক কর্মচারীকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্তানদের মায়ায় প্রায় উন্মাদ হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন শহরের বিজিবি ক্যাম্প এলাকার সুধির মল্লিক নামে ওই ব্যক্তি। বৃদ্ধ বয়সে বিচারের আশায় জেলা প্রশাসক, ইউএনও এবং সমাজপতিদের কাছে প্রতিনিয়ত ধর্ণা দিচ্ছেন তিনি। শনিবার বিকেলে সুধির মল্লিক স্থানীয় সাংবাদিকদের কাছে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিজ কর্মস্থলে থাকাকালীন তার স্ত্রী বিউটি মল্লিক তার দুই শিশু সন্তানকে নিয়ে সরকারী কলোনি থেকে পালিয়ে যায়। স্ত্রীর বেপরোয়া জীবনযাপনে বাধা দেয়ায় টাকা ও স্বর্ণালঙ্কারসহ তার দুই সন্তানকে শ্বশুরপক্ষের লোকজন গোপনে নিয়ে গেছে। খবর পেয়ে তিনি লোহাগাড়ায় শশুরবাড়িতে সন্তানদের দেখতে যান। ও সময় শ্বশুরালয়ের লোকজন তাকে নাজেহাল করে। এ ঘটনায় বিউটি মল্লিক, বিজয় নাথ ও মিনি বালাকে বিবাদী করে সুধির মল্লিক গত বুধবার নাইক্ষ্যংছড়ি থানায় জিডি (নং-৩৩০) লিপিবদ্ধ করেছেন। থানায় জিডি করার সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে বর্তমানে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার শিশু সন্তান সীমা মল্লিক ও সুব্রত মল্লিককে ফিরে পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
×