সড়কে মল ঢেলে প্রতিবাদ
সুইপার কলোনি উচ্ছেদে গিয়ে মেয়র লাঞ্ছিত
স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সুইপাইদের মল ঢেলে প্রতিবাদের মুখে পল্লী উচ্ছেদে করতে গিয়ে দলবল নিয়ে ফিরে আসলেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। এ সময় সুইপারদের হাতে লাঞ্ছিত হন মেয়র কালাম। বুধবার সকাল ১০টার দিকে বাগমারা উপজেলার সুইপার পল্লীতে এ ঘটনা ঘটে। এ সময় সুইপাররা উত্তেজিত হয়ে পড়লে পরে পুলিশ গিয়ে তাদের নিয়ন্ত্রণ করে। জানা গেছে, কোন পূর্ব নোটিস ছাড়াই বুধবার সুইপার কলোনি উচ্ছেদ অভিযানে নামেন পৌরসভার মেয়রসহ তার সহযোগীরা। তাহেরপুর পেঁয়াজ হাটায় সরকারী খাস জমিতে স্বাধীনতার পর থেকে বসবাস করে আসছে প্রায় ২০টি সুইপার পরিবার। স্থানীয়ভাবে সেটার নাম দেয়া হয় সুইপার কলোনি। সেই কলোনি উচ্ছেদ করে মেয়র সেখানে নির্মাণ করতে চান সুপার মার্কেট। এ নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা সুইপারদের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগেও আইনগত ব্যবস্থা গ্রহণ না করে মেয়র পৌরসভা থেকে সুইপারদের বসবাসরত সেই জায়গা খালি করার নোটিস পাঠায়। এরই জের ধরে সকালে মেয়র তার সহযোগীসহ বুলডোজার নিয়ে সুইপার কলোনি উচ্ছেদে নামে। এ সময় সুইপাররা বাধা দিলে ষষ্ঠী নামের একজনকে মারপিট শুরু করে মেয়র নিজেই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সুইপাররা মেয়র আবুল কালামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এদিকে মেয়রের উচ্ছেদ অভিযান ঠেকাতে তাহেরপুরে মল ঢেলে রাস্তা অবরোধ করে সুইপাররা। ফলে প্রায় ২ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও মেয়রের বুলডোজারে মল ঢেলে দেয় তারা।