ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

অসহায় শিশু

প্রকাশিত: ০৪:৪১, ১১ মার্চ ২০১৮

অসহায় শিশু

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় চলছে সরকারী বাহিনী ও রাশিয়ার যৌথ বিমান হামলা। সম্প্রতি ওই এলাকার হামাউরিয়া, সাকাবা ও কাফর বাতনায় চালানো বিমান হামলায় আহত অনেকের সঙ্গে এই শিশুটিকেও পূর্ব গেংতার একটি অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই এলাকায় চলমান ভয়াবহ বিমান হামলায় শিশুসহ শত শত বেসামরিক লোক নিহত হয়েছে। -এএফপি
×