ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চসিকের ২শ’ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩৯, ১১ মার্চ ২০১৮

চসিকের ২শ’ কোটি  টাকার প্রকল্প  উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার চট্টগ্রামে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে গৃহীত এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সকাল এগারোটায় নগরীর সাগরিকা রোডের সাগরিকা ইয়ার্ডে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর সড়ক উন্নয়ন ও মেরামত কাজে মানসম্মত এবং তা দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে আধুনিক এ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপিত করা হলো, যা সংস্থার আয়বর্ধক প্রকল্প হিসেবেও অর্থনীতিতে অবদান রাখবে। মেয়র বলেন, সাগরিকা ইয়ার্ডে ল্যাবরেটরি, বহুতল ভবনসহ আরও বহু প্রকল্প বাস্তবায়িত হবে। তিনি সংস্থার কর্মকর্তা কর্মচারীদের নাগরিক সেবায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। যেসব প্রকল্পের উদ্বোধন করা হয়েছে তার মধ্যে রয়েছে আধুনিক এ্যাসফল্ট প্ল্যান্ট, দুটি ওয়েব্রিজ, সিসি ক্যামেরা, সড়ক উন্নয়ন, নতুন নালা নির্মাণ, স্টক ইয়ার্ড নির্মাণ, প্ল্যান্ট অফিস ও সাবস্টেশন নির্মাণ, ড্রাম্পট্রাক, প্রাইম মুভার, জেনারেটর, ওয়াই-ফাই সংযোগ ইত্যাদি। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, কাউন্সিলর, প্রকৌশল বিভাগের কর্মকর্তা, চসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
×