স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালালে বিপুল বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনী ওই যাত্রীর কাছ থেকে ঘোষণা বহির্ভূত ও বিশেষভাবে লুকায়িত বাংলাদেশী টাকায় ৭২ লাখের সমপরিমাণ সৌদি রিয়াল পাওয়া যায়। পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম- মোঃ সোবহান শেখ, পাসপোর্ট নং বিকিউ ০২৬১৪৭৮, বাড়ি- শ্রীনগর, মুন্সীগঞ্জ। তিনি ঢাকা-মালয়েশিয়া রুটের এমএইচ ১৯৬ ফ্লাইটে রাতে মালয়েশিয়া থেকে আসেন।