ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আনন্দ শোভাযাত্রা রাজধানীতে যে সব রাস্তা দিয়ে যাবে

প্রকাশিত: ০৫:০৯, ২৫ নভেম্বর ২০১৭

আনন্দ শোভাযাত্রা রাজধানীতে যে সব রাস্তা দিয়ে যাবে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এর অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আজ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেসব রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে ॥ আজ শনিবার আনন্দ শোভাযাত্রাটি দুপুর ১২টায় মহাকালের স্বাক্ষী ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে শুরু হবে। সেটি মিরপুর সড়কের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সাইন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে দিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত গিয়ে শেষ হবে। যেসব গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে * ছবির হাট গেট (ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে) * ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির (ছাত্র শিক্ষক কেন্দ্র) সামনের গেট। * বাংলা একাডেমির বিপরীতের গেট * সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট * সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত তিন নেতার মাজার গেট। এসব এলাকায় আনন্দ শোভাযাত্রার জন্য প্রচুর ভিড় ও লোক সমাগম হবে। এজন্য এসব রাস্তা এড়িয়ে চলার কথা বলা হয়েছে।
×