ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভর্তি জালিয়াতিতে জড়িত চবির ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ অক্টোবর ২০১৭

ভর্তি জালিয়াতিতে জড়িত চবির ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

চবি সংবাদদাতা ॥ ভর্তি জালিয়াতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। শুক্রবার চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশেষ ক্ষমতাবলে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে এ আদেশ দেন। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম নাজমুল এবং মার্কেটিং বিভাগের ২০১০-১১ সেশনের এইচএমজি ইশতিয়াক আহামেদ সৌরভ। পরীক্ষা শুরুর আগের দিন গত বুধবার নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে নাজমুলকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর চকবাজার থেকে সৌরভকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি হিয়ারিং ডিভাইস, দুটি ব্লুটুথ ও বেশ কয়েকটি ব্যাটারি উদ্ধার করা হয়। সৌরভ চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক। তিনি স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত। এর আগে নাজমুলকে ডিভাইসসহ আটক করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। পুলিশ জানায়, তাদের কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করা হয়েছে সেগুলোর সঙ্গে ঢাবিতে জালিয়াতির সময় উদ্ধার হওয়া ডিভাইসের মিল পাওয়া গেছে। তাই সন্দেহ করা হচ্ছে ঢাবির ওই চক্রের সঙ্গে এদের যোগাযোগ থাকতে পারে।
×