ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়ায় আক্রান্তদের বাড়িতে গিয়ে সেবা দেয়া হবে

প্রকাশিত: ২৩:০৯, ৩১ জুলাই ২০১৭

চিকুনগুনিয়ায় আক্রান্তদের বাড়িতে গিয়ে সেবা দেয়া হবে

অনলাইন রিপোর্টার ॥ চিকুনগুনিয়ায় আক্রান্তদের বাড়িতে গিয়ে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেওয়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে গেছে। কিন্তু যারা আক্রান্ত হয়েছিলেন তাদের ব্যথা তো রয়ে গেছে এখনও। তাই আমরা আমাদের মায়ের জন্য, বাবার জন্য ফিজিওথেরাপির ব্যবস্থা করেছি। ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করলেই ফিজিওথেরাপিস্ট চলে যাবে বাসায়। ঢাকা দক্ষিণ সিটিতে চিকুনগুনিয়া কমে এসেছে। এই রোগীর সংখ্যা অতি নগণ্য বলেও জানান সাঈদ খোকন। ঢাকা দক্ষিণের মেয়র আরও বলেন, চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আমরা এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার এডাল্টি সাইডিং, ১ লাখ ৫০ হাজার লার্ভি সাইডিং ওষুধ ছিটিয়েছি। এখন পর্যন্ত ৬৭৩০৭টি ফোন পেয়েছি। এর মধ্যে ৪৮৩০ জন ডিএসসিসির। তাদের আমরা বিভিন্নভাবে চিকনগুনিয়া প্রতিরোধে সাহায্য করেছি। তাছাড়া আমরা চিকুনগুনিয়ার চিকিৎসার জন্য ডিএসসিসির নাগরিকদের মধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার প্যারাসিটামল ওষুধ বিতরণ করেছি। মেয়র আরও বলেন, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোশিয়েশন এবং স্বাধীনতা ফিজিওথেরাপি পরিষদের চিকিৎসকরা রোগীদের সেবায় কাজে নিয়োজিত থাকবেন। প্রতিটি ওয়ার্ডে একজন টিম লিডারের অধীনে পাঁচজন করে ফিজিওথেরাপিস্ট থাকবেন। সিটি কর্পোরেশনের কল সেন্টারে ফোন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা টিম লিডারকে জানাবেন। পরে তারা নির্দিষ্ট বাড়িতে গিয়ে সেবা দেবেন। এ সময় অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মো. সালেহ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
×