ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নিখোঁজ ৪ তরুণের একজন ফিরেছে

প্রকাশিত: ০৭:৪৮, ১৯ এপ্রিল ২০১৭

নিখোঁজ ৪ তরুণের একজন ফিরেছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানী থেকে নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ নিখোঁজ চার তরুণের একজন বাসায় ফিরেছে। তার নাম মেহেদী হাসান। এই তরুণের বাসা বরিশালের বাবুগঞ্জ থানায়। মঙ্গলবার সকালে অজ্ঞাত লোকজন তাকে সাভারে নামিয়ে দেয় বলে জানিয়েছে। ঢাকা মেট্রোপলিপটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুুলিশ জানায়, গত বছরের ১ ডিসেম্বর রাতে বনানীর কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে থেকে খাবার খেয়ে বেরিয়ে যাওয়ার পর একসঙ্গে নিখোঁজ হয় সাফায়েত, পাভেল, সুজন ও মেহেদী নামে চার তরুণ। তাদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজের আগে গত বছরের ২৬ নবেম্বর চাকরির ইন্টারভিউ দিতে বরিশাল থেকে ঢাকায় আসে মেহেদী। সুজনের সঙ্গে দেখা করতে গিয়ে এই তরুণও নিখোঁজ হয় বলে তার পরিবারের সদস্যদের দাবি। মেহেদী বাসায় ফিরলেও অন্য তিন যুবকের খোঁজ মেলেনি এখনও। পুলিশের একটি সূত্র জানায়, মেহেদী এতদিন কোথাও আত্মগোপনে ছিলেন নাকি কেউ তাকে অপহরণ করেছিল সে বিষয়টি জানার চেষ্টা চলছে। এ ঘটনায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন-আমরা বিষয়টি শুনেছি। এটি তদন্তকরা হচ্ছে। এদিকে মেহেদীর চাচা ও নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি দায়েরকারী মাহবুব হাওলাদার বিষয়টি এড়িয়ে গেছেন।
×