ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত: ০৬:২৭, ৩১ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মদনগঞ্জ-মদনপুর সড়কের নবীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আরাফাত নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত আরাফাত মুন্সীগঞ্জের আল আমিনের ছেলে। সে দুই দিন আগে নানা মহিউদ্দিন মিয়ার বন্দরের কদমরসুল নূরবাগ এলাকার বাড়িতে বেড়াতে আসে। পুলিশ চালক বাবুকে গ্রেফতার ও অটোরিক্সাটি আটক করেছে। শিশু আরাফাত মদনগঞ্জ-মদনপুর সড়ক পার হচ্ছিল। সীতাকু-ে চালক নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম) থেকে জানান, সীতাকু-ে সড়ক দূর্ঘটনায় আজিজুর রহমান (২৪) নামে এক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বারআউলিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ফতুল্লা এলাকার আব্বাস আলী পুত্র। ঝালকাঠিতে পরীক্ষার্থী নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, ঝালকাঠি-বরিশাল-পটুয়াখালী সড়কের ভরতকাঠি এলাকায় বাস ও ভ্যানের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী হৃদয় নিহত হয়েছে এবং আরও দুজন আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে গার্মেন্টস কর্মী স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বৃহস্পতিবার ঢাকা থেকে চান্দনা চৌরাস্তাগামী স্কাইলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গার্মেন্টস কর্মী লাকি আক্তারকে (২৫) চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। শরণখোলা ভিক্ষুকমুক্ত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা উপজেলাকে ভিক্ষুক মুক্তি ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার ধানসাগর ইউনিয়নের মাতৃভাষা কলেজ সংলগ্ন শরণখোলা উপজেলার সীমানা প্রাচীরের কাছে বৃহস্পতিবার একটি সাইনবোর্ড স্থাপনকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মীর আলিফ রেজা এ ঘোষণা দেন। তিনি বলেন, উপজেলার ৪ ইউনিয়নের প্রায় দু’লাখ বাসিন্দাদের মধ্য থেকে ২৮৯ ভিক্ষুকের তালিকা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৫৮ পুরুষ ও ২৩১ নারী ভিক্ষুকের নাম পাওয়া গেছে। চা চাষ বিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার তিন উপজেলার ৬০৩ ক্ষুদ্র চা চাষীকে ১২ লাখ ছয় হাজার চার ও উপকরণ সহায়তা হিসেবে ১৩ লাখ ১৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আয়োজিত দারিদ্র্যবিমোচনে ক্ষুদ্র চা চাষ বিষয়ক এক আঞ্চলিক কর্মশালায় এ তথ্য জানানো হয়। ইউকে এইডের সহযোগিতায় ট্রেইডক্রাফট ও বিকাশ বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী।
×