ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট অব্যাহত

প্রকাশিত: ০৫:২২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

 খুলনা বিভাগের  ১০ জেলায় পরিবহন ধর্মঘট  অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরসহ পাঁচজন নিহতের মামলায় আদালত বাস চালককে যাবজ্জীবন কারাদ- দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে খুলনা বিভাগের ১০ জেলার শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। রবিবারের এই ধর্মঘটের খবর পাঠিয়েছেন স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা। জানা গেছে, খুলনা বিভাগের দশ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়ার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদসহ পাঁচ ব্যক্তি নিহতের ঘটনায় মানিকগঞ্জের আদালত বাসচালক জামির হোসেনকে গত বুধবার এই দ-াদেশ দিয়েছিলেন। ধর্মঘটের কারণে রবিবার সকাল থেকে ১০ জেলার ১৮টি রুটে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। যে কারণে সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ বেড়েছে। পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ-প্রাপ্ত বাসচালক জামির হোসেনের সাজা মওকুফ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে ভোগান্তির কবলে পড়া যাত্রীরা বলেছেন, এ ধর্মঘট সম্পূর্ণ বেআইনী ও অযোক্তিক। তাদের দাবি বাস চাপা দিয়ে দেশের খ্যাতিমান নাগরিককে হত্যার জন্য কারোর বিরুদ্ধে আদালত শাস্তি দিলে তার প্রতিবাদে আন্দোলন করার কোন কারণ থাকতে পারে না। যাত্রীরা অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান। নড়াইল ॥ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরসহ পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় বাসচালককে যাবজ্জীবন কারাদ-ের প্রতিবাদে নড়াইলসহ খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ বেড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগের ডাকে রবিবার সকাল থেকে এ ধমর্ঘট চলছে। এ কারণে সকাল থেকে অফিসগামী লোকজন, এসএসসি পরীক্ষার্থীসহ জনসাধারণ চরম বিপাকে পড়েছেন। এদিকে, নড়াইলে বাস শ্রমিকরা বিভিন্ন সড়কে অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। মাগুরা ॥ বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদ-ের প্রতিবাদে রবিবার সকাল থেকে মাগুরা জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকাÑখুলনাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দুই একটি ইজি বাইক চললেও অন্য যান চলতে পারছে না। পরিবহন শ্রমিকরা বাধা দিচ্ছে। তাই যাত্রীরা বাসস্ট্যান্ডে গিয়ে ফিরে আসছেন।
×