ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ত্রসহ পুলিশ ও দুই সহযোগী আটক

প্রকাশিত: ০৪:১৪, ২ ডিসেম্বর ২০১৬

অস্ত্রসহ পুলিশ ও দুই সহযোগী আটক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ ডিসেম্বর ॥ কুমিল্লা সীমান্তে বিজিবির হাতে অস্ত্র-ওয়াকিটকিসহ রাজিদুল হাসান নামে আটক পুলিশ কনস্টেবলকে বৃহস্পতিবার সদর দক্ষিণ মডেল থানা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। রাজিদুল হাসান রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ঢাকার পুলিশ কনস্টেবল। বুধবার দুপুরে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের যশপুর বর্ডার আউট পোস্টের অধীন একবালিয়া পোস্টের বিজিবি সদস্যরা ওই কনস্টেবল ও তার ২ সহযোগীকে আটক করে। পরে তাদের বুধবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করে বিজিবি। জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের একবালিয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বুধবার দুপুরে একবালিয়া পোস্টের বিজিবির একটি দল তাদের আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে রাজিদুল হাসান নিজেকে ঢাকার আরআরএফ পুলিশের সদস্য বলে দাবি করে। বিজিবি সদস্যরা তার শরীর তল্লাশি করে ১টি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ১টি ওয়াকিটকি উদ্ধার করে। বিজিবির হাতে আটক অপর ২ জন হচ্ছেনÑ কনস্টেবলের খালাত ভাই দেলোয়ার হোসেন রানা ও সহযোগী জাফর আহমেদ। আটককৃতদের বুধবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর দক্ষিণ মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ওই পুলিশ কনস্টেবল ঢাকায় যে ইউনিটে কর্মরত ছিলেন ওই ইউনিটের কর্মকর্তা এসে তাকে বিকেলে ঢাকায় নিয়ে গেছেন। টেকনাফে পাথরের সঙ্গে তিন কোটি টাকার ইয়াবা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে এবার পাথরের সঙ্গে পাওয়া গেছে তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা। বুধবার রাতে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ স্থলবন্দরে পাথর উত্তোলন ঘাটে এ অভিযান চালায় বিজিবি জওয়ানরা। পাথর উত্তোলনকারী শ্রমিকরা জানান, মিয়ানমার থেকে আমদানি হয়ে আসা পাথর, হয়ত কেউ খবর রাখবে না, এ ধারণায় চোরাচালানি সিন্ডিকেট পাথরের সঙ্গে ইয়াবা এনেছে।
×