ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ নভেম্বর ২০১৬

টুকরো খবর

পিতৃহীন শিশুর অধিকার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে মায়ের পরকীয়ায় বঞ্চনার শিকার তৃতীয় শ্রেণীর এক কন্যাশিশুর ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার কলাতলা ইউপির সামনে এলাকার জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা অনাথ শিশু মীমের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবি জানান। জানা গেছে, উপজেলার কলাতলা গ্রামের মৃত রাঙ্গু মিয়ার ছেলে আতিকুর রহমান মিঠুর সঙ্গে ১০ বছর আগে একই গ্রামের কেরামত আলী ফকিরের মেয়ে ময়না বেগমের বিয়ে হয়। বিয়ের দু’বছের মধ্যে তাদের সংসারে এক কন্যাসন্তান তাজমীমআরা মীমের জন্ম হয়। চলতি বছরের ২৬ মার্চ আতিকুর রহমান মিঠু ঢাকাতে এ্যাশেনসিয়াল ড্রাগস লিঃ এ চাকরিরত অবস্থায় কিডনি রোগে আক্রান্ত মারা যান। স্বামীর মৃত্যুর কয়েক দিনের মাথায় ময়না বেগম তার স্বামীর আপন ভাইয়ের ছেলে এ্যাশেনসিয়াল ড্রাগস লিঃ চাকরিরত ফাইজুল ইসলামের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এ সময় স্বামী আতিকুর রহমান মিঠুর ব্যাংকে গচ্ছিত টাকা ও এ্যাশেনসিয়াল ড্রাগস লিঃ থেকে প্রাপ্ত প্রায় ১২ লাখ টাকা আত্মসাত করে একমাত্র সন্তান তাজমীমআরা মীমকে ঢাকার বাসা থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে মীম তার গ্রামের বাড়ি কলাতলা গ্রামে বৃদ্ধা দাদির কাছে খেয়ে না খেয়ে দিন যাপন করছে। টাকার অভাবে তার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কলেজ জাতীয়করণ তালিকায় বহাল দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৭ নবেম্বর ॥ সুজানগর উপজেলা সদরে প্রতিষ্ঠিত নিজাম উদ্দিন আজগর আলী (এনএ কলেজ) ডিগ্রী কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে এবং পুনরায় জাতীয়করণের তালিকা বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। উপজেলার প্রতিটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পৃথকভাবে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করে। আন্তঃনগর ট্রেন দাবিতে আল্টিমেটাম নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ নবেম্বর ॥ আগামী ৩০ নবেম্বরের মধ্যে রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দেয়া না হলে ৪ ডিসেম্বর দিনব্যাপী রংপুর রেলস্টেশন ঘেরাও, রেলপথ অবরোধ, মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে ঘোষণা দিয়েছে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ। বুধবার কাছারি বাজারে অনুষ্ঠিত বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক সাংবাদিক ওয়াদুদ আলী। পরে রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন চালু, ‘রংপুর এক্সপ্রেস’কে আধুনিক ট্রেন হিসেবে গড়ে তোলা, আলাদা এসি চেয়ার কোচ সংযোজন, সময়মতো ট্রেন চলাচল নিশ্চিতকরণ, রংপুর অঞ্চলে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া ১২টি ট্রেন পুনরায় চালু এবং যাত্রীসেবার মান উন্নয়ন, রংপুর বিভাগে মিটারগেজ লাইন সংস্কার ও নতুন ব্রডগেজ লাইন স্থাপন করার দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও জেলা প্রশাসক রাহাত আনোয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেলমন্ত্রী মুজিবুল হক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। জলঢাকায় অধ্যক্ষ গ্রেফতার স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ চাকরি দেয়ার নামে অর্থ প্রতারণার মামলায় জলঢাকা উপজেলার গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহম্মেদ আলমকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অভিযোগে জানা যায়, ২০১১ সালে গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনছুর আলী ও তার ছেলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহম্মেদ আলম চারজন চাকরি প্রত্যাশীর নিকট বিভিন্ন পদে চাকরি দেয়ার নমে ৬ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে চাকরি না দিয়ে টালবাহানা করে। চাকরি ও টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগীরা চীফ জুডিশিয়াল আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাঁচ পরিবারের ১৭ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে পাঁচ পরিবারের ১৭ ঘর ভস্মীভূত হয়েছে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের লতিফ চাপড়া গ্রামে। বৃহস্পতিবার ভোরে বিদ্যুতের সর্টসার্কিটে অজিত কুমার রায়, জগদীশ চন্দ্র রায়, প্রদীপ চন্দ্র রায়, রবিনাথ চন্দ্র ও হিরম্ব কুমার রায়সহ ৫ পরিবারে ৭ বসতঘর, তিনটি গোয়াল ঘর, দুটি পূজাঘর ও পাঁচটি রান্নাঘর ভস্মীভূত হয়। বাঁশখালীতে ১১ হত্যার ১৩ বছর পূর্তি আজ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৭ নবেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার ১১ জনকে পুড়িয়ে মারার ১৩ বছর পূর্ণ হলো। ২০০৩ সালের ১৮ নবেম্বর রাতে সাধনপুরের শীলপাড়ায় ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা। ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এ মামলার কোন সুরাহা হয়নি। বাদী বিমল শীল হতাশা প্রকাশ করেছেন মামলা নিয়ে। এদিকে ১৩ বছর পূর্তি উপলক্ষে বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জে বাসে হামলা॥ কাউন্টার ভাংচুর স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দিঘীরপাড় ট্রান্সপোর্টের বাসে হামলা হয়েছে। ভাংচুর করা হয়েছে কাউন্টার। এ ঘটনায় পুলিশ বাবু মিজি (৩২) নামে এক যুবককে আটক করেছে। মুন্সীগঞ্জ শহরের আদালত সংলগ্ন দিঘীরপাড় ট্রান্সপোর্টের কাউন্টারে বুধবার রাতে এই ঘটনা ঘটে। এখান থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে পরিবহনটির কাউন্টার। পরিবহনটির চেয়ারম্যান ও টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু জানিয়েছেন, তিনি মুন্সীগঞ্জ জেলা পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় একজন প্রার্থী। চেয়ারম্যান পদে দলীয় আবেদন সংগ্রহ করায় শহরের দলীয় আরেকটি পক্ষ তাকে হুমকিধমকি দিয়ে আসছে। বাসস্ট্যান্ডে জালাল বাবু নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে পরিবহনের ওপর হামলা চালানো হয়। ‘রণদা প্রসাদের চিন্তাচেতনা আমাদের প্রেরণার উৎস’ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৭ নবেম্বর ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, দানবীর রনদা প্রসাদ সাহার জীবনকাহিনী আমাদের বর্তমান প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তার চিন্তা ও চেতনা আমাদের প্রেরণার উৎস। তার ধারণা আমরা অর্জন করতে পারলে দানবীর রনদা প্রসাদ সাহার স্বপ্ন সার্থক হবে। তিনি বলেন, রনদা প্রসাদ সাহার মধ্যে বিত্ত ও চিত্তের উদারতা ছিল বলেই তার উপার্জিত অর্থ শিক্ষা ও চিকিৎসা সেবার কাজে ব্যয় করতে পেরেছে। তিনি বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে রনদা প্রসাদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ দানবীর রনদা প্রসাদ সাহার ১২০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনিন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- কুমুদিনী ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, সাবেক সচির ড. খন্দকার শওকত হোসেন, মানবাধিকার অপরাধ তদন্ত কমিটির প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদন তাসমিম হোসেন। সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ নবেম্বর ॥ নিহত সাংবাদিক গৌতম দাসের ১১তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। সকাল ৮টার দিকে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এর আগে গৌতমের সমাধিটি ফুলে ফুলে মুড়িয়ে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে গৌতমের স্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ছয়টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গৌতমের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় প্রেসক্লাবের পক্ষে। পরে ওই চত্বরেই প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেনÑ প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি মশিউর রহমান, গৌতমের স্ত্রী দিপালী দাস, সমকালের নিজস্ব প্রতিবেদক হাসান উজ্জামান, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবুল কাশেম প্রমুখ। বিচার বিভাগীয় তদন্ত দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ নবেম্বর ॥ জেলহাজতে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলারের বিনা চিকিৎসায় রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন তার পতœী সাফিনাজ শিল্পী। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গাওছুল আজম ডলার গত ১২ নবেম্বর কারাবন্দী থাকা অবস্থায় কারা প্রশাসনের নিষ্ঠুর অবহেলা এবং বিনা চিকিৎসায় তার রহস্যময় মৃত্যু হয়েছে। তারমত কেউ যেন কারাগারে নির্যাতন বিনা চিকিৎসা মারা না যায়। স্টেশন মাস্টারকে মারধরের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৭ নবেম্বর ॥ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানীকে মারধরের ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রতিবাদ সভা ও পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন, এসএম ভট্টাচার্য, আবুল হোসেন ফকির, সিরাজুল ইসলাম, আকরাম হোসেন, আব্দুল মান্নান প্রমুখ। টুকরো খবর পিতৃহীন শিশুর অধিকার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে মায়ের পরকীয়ায় বঞ্চনার শিকার তৃতীয় শ্রেণীর এক কন্যাশিশুর ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার কলাতলা ইউপির সামনে এলাকার জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা অনাথ শিশু মীমের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবি জানান। জানা গেছে, উপজেলার কলাতলা গ্রামের মৃত রাঙ্গু মিয়ার ছেলে আতিকুর রহমান মিঠুর সঙ্গে ১০ বছর আগে একই গ্রামের কেরামত আলী ফকিরের মেয়ে ময়না বেগমের বিয়ে হয়। বিয়ের দু’বছের মধ্যে তাদের সংসারে এক কন্যাসন্তান তাজমীমআরা মীমের জন্ম হয়। চলতি বছরের ২৬ মার্চ আতিকুর রহমান মিঠু ঢাকাতে এ্যাশেনসিয়াল ড্রাগস লিঃ এ চাকরিরত অবস্থায় কিডনি রোগে আক্রান্ত মারা যান। স্বামীর মৃত্যুর কয়েক দিনের মাথায় ময়না বেগম তার স্বামীর আপন ভাইয়ের ছেলে এ্যাশেনসিয়াল ড্রাগস লিঃ চাকরিরত ফাইজুল ইসলামের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এ সময় স্বামী আতিকুর রহমান মিঠুর ব্যাংকে গচ্ছিত টাকা ও এ্যাশেনসিয়াল ড্রাগস লিঃ থেকে প্রাপ্ত প্রায় ১২ লাখ টাকা আত্মসাত করে একমাত্র সন্তান তাজমীমআরা মীমকে ঢাকার বাসা থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে মীম তার গ্রামের বাড়ি কলাতলা গ্রামে বৃদ্ধা দাদির কাছে খেয়ে না খেয়ে দিন যাপন করছে। টাকার অভাবে তার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কলেজ জাতীয়করণ তালিকায় বহাল দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৭ নবেম্বর ॥ সুজানগর উপজেলা সদরে প্রতিষ্ঠিত নিজাম উদ্দিন আজগর আলী (এনএ কলেজ) ডিগ্রী কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে এবং পুনরায় জাতীয়করণের তালিকা বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। উপজেলার প্রতিটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পৃথকভাবে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করে। আন্তঃনগর ট্রেন দাবিতে আল্টিমেটাম নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ নবেম্বর ॥ আগামী ৩০ নবেম্বরের মধ্যে রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দেয়া না হলে ৪ ডিসেম্বর দিনব্যাপী রংপুর রেলস্টেশন ঘেরাও, রেলপথ অবরোধ, মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে ঘোষণা দিয়েছে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ। বুধবার কাছারি বাজারে অনুষ্ঠিত বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক সাংবাদিক ওয়াদুদ আলী। পরে রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন চালু, ‘রংপুর এক্সপ্রেস’কে আধুনিক ট্রেন হিসেবে গড়ে তোলা, আলাদা এসি চেয়ার কোচ সংযোজন, সময়মতো ট্রেন চলাচল নিশ্চিতকরণ, রংপুর অঞ্চলে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া ১২টি ট্রেন পুনরায় চালু এবং যাত্রীসেবার মান উন্নয়ন, রংপুর বিভাগে মিটারগেজ লাইন সংস্কার ও নতুন ব্রডগেজ লাইন স্থাপন করার দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও জেলা প্রশাসক রাহাত আনোয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেলমন্ত্রী মুজিবুল হক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। জলঢাকায় অধ্যক্ষ গ্রেফতার স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ চাকরি দেয়ার নামে অর্থ প্রতারণার মামলায় জলঢাকা উপজেলার গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহম্মেদ আলমকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অভিযোগে জানা যায়, ২০১১ সালে গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনছুর আলী ও তার ছেলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহম্মেদ আলম চারজন চাকরি প্রত্যাশীর নিকট বিভিন্ন পদে চাকরি দেয়ার নমে ৬ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে চাকরি না দিয়ে টালবাহানা করে। চাকরি ও টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগীরা চীফ জুডিশিয়াল আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাঁচ পরিবারের ১৭ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে পাঁচ পরিবারের ১৭ ঘর ভস্মীভূত হয়েছে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের লতিফ চাপড়া গ্রামে। বৃহস্পতিবার ভোরে বিদ্যুতের সর্টসার্কিটে অজিত কুমার রায়, জগদীশ চন্দ্র রায়, প্রদীপ চন্দ্র রায়, রবিনাথ চন্দ্র ও হিরম্ব কুমার রায়সহ ৫ পরিবারে ৭ বসতঘর, তিনটি গোয়াল ঘর, দুটি পূজাঘর ও পাঁচটি রান্নাঘর ভস্মীভূত হয়। বাঁশখালীতে ১১ হত্যার ১৩ বছর পূর্তি আজ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৭ নবেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার ১১ জনকে পুড়িয়ে মারার ১৩ বছর পূর্ণ হলো। ২০০৩ সালের ১৮ নবেম্বর রাতে সাধনপুরের শীলপাড়ায় ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা। ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এ মামলার কোন সুরাহা হয়নি। বাদী বিমল শীল হতাশা প্রকাশ করেছেন মামলা নিয়ে। এদিকে ১৩ বছর পূর্তি উপলক্ষে বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জে বাসে হামলা॥ কাউন্টার ভাংচুর স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দিঘীরপাড় ট্রান্সপোর্টের বাসে হামলা হয়েছে। ভাংচুর করা হয়েছে কাউন্টার। এ ঘটনায় পুলিশ বাবু মিজি (৩২) নামে এক যুবককে আটক করেছে। মুন্সীগঞ্জ শহরের আদালত সংলগ্ন দিঘীরপাড় ট্রান্সপোর্টের কাউন্টারে বুধবার রাতে এই ঘটনা ঘটে। এখান থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে পরিবহনটির কাউন্টার। পরিবহনটির চেয়ারম্যান ও টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু জানিয়েছেন, তিনি মুন্সীগঞ্জ জেলা পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় একজন প্রার্থী। চেয়ারম্যান পদে দলীয় আবেদন সংগ্রহ করায় শহরের দলীয় আরেকটি পক্ষ তাকে হুমকিধমকি দিয়ে আসছে। বাসস্ট্যান্ডে জালাল বাবু নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে পরিবহনের ওপর হামলা চালানো হয়। ‘রণদা প্রসাদের চিন্তাচেতনা আমাদের প্রেরণার উৎস’ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৭ নবেম্বর ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, দানবীর রনদা প্রসাদ সাহার জীবনকাহিনী আমাদের বর্তমান প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তার চিন্তা ও চেতনা আমাদের প্রেরণার উৎস। তার ধারণা আমরা অর্জন করতে পারলে দানবীর রনদা প্রসাদ সাহার স্বপ্ন সার্থক হবে। তিনি বলেন, রনদা প্রসাদ সাহার মধ্যে বিত্ত ও চিত্তের উদারতা ছিল বলেই তার উপার্জিত অর্থ শিক্ষা ও চিকিৎসা সেবার কাজে ব্যয় করতে পেরেছে। তিনি বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে রনদা প্রসাদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ দানবীর রনদা প্রসাদ সাহার ১২০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনিন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- কুমুদিনী ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, সাবেক সচির ড. খন্দকার শওকত হোসেন, মানবাধিকার অপরাধ তদন্ত কমিটির প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদন তাসমিম হোসেন। সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ নবেম্বর ॥ নিহত সাংবাদিক গৌতম দাসের ১১তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। সকাল ৮টার দিকে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এর আগে গৌতমের সমাধিটি ফুলে ফুলে মুড়িয়ে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে গৌতমের স্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ছয়টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গৌতমের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় প্রেসক্লাবের পক্ষে। পরে ওই চত্বরেই প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেনÑ প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি মশিউর রহমান, গৌতমের স্ত্রী দিপালী দাস, সমকালের নিজস্ব প্রতিবেদক হাসান উজ্জামান, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবুল কাশেম প্রমুখ। বিচার বিভাগীয় তদন্ত দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ নবেম্বর ॥ জেলহাজতে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলারের বিনা চিকিৎসায় রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন তার পতœী সাফিনাজ শিল্পী। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গাওছুল আজম ডলার গত ১২ নবেম্বর কারাবন্দী থাকা অবস্থায় কারা প্রশাসনের নিষ্ঠুর অবহেলা এবং বিনা চিকিৎসায় তার রহস্যময় মৃত্যু হয়েছে। তারমত কেউ যেন কারাগারে নির্যাতন বিনা চিকিৎসা মারা না যায়। স্টেশন মাস্টারকে মারধরের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৭ নবেম্বর ॥ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানীকে মারধরের ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রতিবাদ সভা ও পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন, এসএম ভট্টাচার্য, আবুল হোসেন ফকির, সিরাজুল ইসলাম, আকরাম হোসেন, আব্দুল মান্নান প্রমুখ।
×