ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইলে শেখ হাসিনার নামে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল হবে

প্রকাশিত: ০৭:৫২, ৩ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইলে শেখ হাসিনার নামে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল হবে

সংসদ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম টাঙ্গাইলে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়ে বলেছেন, এই মেডিক্যাল কলেজের নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হবে। খুব দ্রুত টাঙ্গাইলে এ মেডিক্যাল হাসপাতালের একাডেমিক ভবন, হোস্টেলসহ সবকিছুর নির্মাণ কাজ শুরু হবে। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে টাঙ্গাইল সদর আসন থেকে নির্বাচিত সরকারী দলের সংসদ সদস্য মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেয়ার পরও কেন মেডিক্যাল কলেজটি নির্মাণ হচ্ছে না তা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জবাবে এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে যে যুগান্তকারী অর্জন করেছে তা আজ সর্বজনবিদিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মাত্র এক বছরে আমরা ১১টি নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ করেছি। এর মধ্যে ৬টি সরকারী এবং ৫টি আর্ম ফোর্সেসের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
×