
অনলাইন ডেস্ক ॥ একুশে বইমেলায় লেখক-প্রকাশক ও ব্লগাররা চাইলে ব্যক্তিগত নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
আজ রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, লেখক-প্রকাশক ও ব্লগাররা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকলে এবং তা আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
আছাদুজ্জামান মিয়া আরো বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডসহ সকল প্রকার হুমকিকে মাথায় রেখেই বইমেলায় এবার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বইমেলা চলাকালে সূর্যাস্তের পর সোহরাওয়ার্দী উদ্যানে না ঢুকতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।