ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

ঢাকায় কাল থেকে দক্ষিণ এশিয়া স্পিকার্স সম্মেলন শুরু

প্রকাশিত: ০১:১৪, ২৯ জানুয়ারি ২০১৬

ঢাকায় কাল থেকে দক্ষিণ এশিয়া স্পিকার্স সম্মেলন শুরু

অনলাইন রিপোর্টার ॥ আগামীকাল থেকে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি’স) অর্জন সম্পর্কিত দুইদিন ব্যাপী দক্ষিণ এশিয়া স্পিকার্স সম্মেলন শুরু। এবারের সম্মেলনের মূল দৃষ্টি থাকবে তামাক নিয়ন্ত্রণ প্রচারণা। হোটেল সোনারগাঁয়ে দুইদিন ব্যাপী এই সম্মেলনটি বাংলাদেশ জাতীয় সংসদের সহযোগিতায় ইন্টার পারলামেন্ট ইউনিয়ন (আইপিইউ) এবং তামাক মুক্ত শিশু প্রচারাভিযান কার্যক্রম এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল পাকিস্তান, মায়ানমার এবং শ্রীলংকার সংসদের স্পিকাররা অংশ নেবেন। এর আগে জাতিসংঘ গৃহীত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি’স) মেয়াদ শেষে সংস্থাটি ২০১৫’র সেপ্টেম্বরে নতুন কর্মসূচি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল গ্রহণ করে বলে আইপিইউ সূত্র জানায়। এসডিজি’তে ১৭ টি লক্ষ্যে ১৬৯টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আইপিইউ এবং সদস্য দেশের সংসদের মাঝে বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে এসডিজি কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক সুশাসন যেমন স্বতন্ত্র এবং সমাজের সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা হবে বলে আইপিইউ সূত্র জানায়। এবারই প্রথম এসডিজিতে প্রতিবছর যে নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি’র) (অসংক্রমিত রোগ) এ ৩ কোটি ৮০ লক্ষ লোকের মৃত্যু হয় এবং বিশ্বব্যাপী যা মোট মৃত্যুর ৬৮ শতাংশ, সে কারণে তামাক নিয়ন্ত্রণের বিষয়টি এসডিজিতে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানানো হয়। আইপিও’র সাবের হোসেন চৌধুরী বলেন, ‘যদি আমরা দক্ষিণ এশিয়ায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (টেকসই উন্নয়ন লক্ষমাত্রা) নিশ্চিত করতে চাই, তবে এ অঞ্চলে আমাদের তামাকের ওপর খরচ নিয়ন্ত্রণে সম্মিলিত শক্তি প্রয়োগ করতে হবে।’ বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রায় ৩৮ কোটি ৪০ লক্ষ মানুষ তামাক গ্রহণ করে, যা বিশ্বের মোট তামাক সেবনের এক তৃতীয়াংশ।

শীর্ষ সংবাদ:

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
স্কটল্যান্ড পেল প্রথম মুসলিম প্রধানমন্ত্রী
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা