ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ভিসা আবেদন কেন্দ্র

প্রকাশিত: ০৬:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ভিসা আবেদন কেন্দ্র

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ রবিবার দুপুর ১২টার দিকে নগরীর হাসপাতাল সড়কের ভিসা অফিসে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রর উদ্বোধন করেছেন। উদ্বোধনী বক্তব্যে পঙ্কজ শরণ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উক্তি উদ্ধৃত করে বলেন, আমরা সামনে পেছনে নয়; এক সঙ্গে পাশাপাশি চলতে চাই। সে লক্ষ্যে বাংলাদেশের মানুষের সময় বাঁচাতে ও আর্থিক ভোগান্তি থেকে রক্ষায় ভারতীয় ভিসা সহজে পাওয়ার জন্য বরিশাল ছাড়াও রংপুর এবং ময়মনসিংহে একযোগে ভিসা আবেদন সেন্টারের উদ্বোধন করা হলো। ভিসা পেতে মানুষকে যেন ভোগান্তি পোহাতে বা দালালের কবলে না পড়তে হয় সেদিকেও নজর রাখা হবে।
×