ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মোহাম্মদপুরে সন্দেহজনক বস্তু উদ্ধার, তদন্তে পুলিশ ও সিটিটিসি

প্রকাশিত: ০৮:৩২, ৮ মার্চ ২০২৫; আপডেট: ০৯:০০, ৮ মার্চ ২০২৫

মোহাম্মদপুরে সন্দেহজনক বস্তু উদ্ধার, তদন্তে পুলিশ ও সিটিটিসি

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি জানার পরপরই আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।

শস্য প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানের সামনে দুটি পেট্রল বোমা-সদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে সেখানে পৌঁছায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরে প্রবর্তনার উত্তর পাশে বস্তু দুটি পাওয়া গেছে এবং সেগুলো ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সন্ত্রাস দমন ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে কাজ করছে।

তিনি আরও জানান, বস্তু দুটি ১০ ইঞ্চি লম্বা, সুতা দিয়ে পেঁচানো এবং এর ভেতরে পেট্রল ছিল। আগুনের সংস্পর্শে এলে তা দাহ্য হয়ে উঠত। কে বা কারা এই পেট্রল বোমা নিক্ষেপ করেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আইন-শৃঙ্খলাবাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

 

রাজু

আরো পড়ুন  

×