ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রত্যেকটা গণহত্যার জন্য একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিৎ: ড.মাসুদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৯ মে ২০২৫; আপডেট: ১১:৫১, ৯ মে ২০২৫

প্রত্যেকটা গণহত্যার জন্য একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিৎ: ড.মাসুদ

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সরকারকে একের পর এক গণহত্যার জন্য দায়ী করে কড়া ভাষায় সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। সম্প্রতি এক আলোচনাসভায় তিনি বলেন, “আমার মনে হয় ২০১৩ সালে তারা শুধুমাত্র কয়েকশত আলেমদের হত্যা করার জন্য ঐ সিদ্ধান্ত নেয়নি। বরং তারা সিদ্ধান্ত নিয়েছিল এ দেশের জাতিসত্তা এবং মুসলিম অনুভূতিকে হত্যা করার।”

তিনি বলেন, “গণহত্যা শব্দটির সাথে আরেকটি বিষয় উল্লেখ করা হয়, সেটি হচ্ছে এটি আদর্শের বিরুদ্ধে লড়াই—শুধুমাত্র একটি ব্যক্তির বিরুদ্ধে নয়। এটা একটা যুগের বিরুদ্ধে সংগ্রাম। প্রতিদিন হত্যা হয়েছে। প্রতিদিন ৪-৫ জন করে গুম, খুন, হত্যা করা হয়েছে।”

সরকারের বিরুদ্ধে আদর্শিক ধ্বংসযজ্ঞের অভিযোগ তুলে মাসুদ আরও বলেন, “তারা সিদ্ধান্ত নিয়েই এসেছিল—একটা জাতি, বর্ণ, গোষ্ঠী, গোত্র এবং আদর্শকে শেষ করে একটি নতুন আদর্শ নির্মাণ করবে। এই আদর্শ বিনির্মাণে যারা কাজ করেছে, আমার মনে হয় ৩টা বা ৪টা নয়, প্রত্যেকটি ঘটনায় একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত।”

সূত্র: https://www.facebook.com/share/v/

মুমু

×