ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কোটা আন্দোলন 

পাঁচ কিলোমিটার সড়কে যানজট, ধামরাই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১৮:১২, ১৬ জুলাই ২০২৪

পাঁচ কিলোমিটার সড়কে যানজট, ধামরাই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সড়কে ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: জনকণ্ঠ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন দেশের বিভিন্ন সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার তাদের আন্দোলনে একাত্মতা জানিয়ে রাস্তায় নেমেছেন ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। 

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন।সরেজমিনে দেখা যায়, ঢাকা আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকার দুই পাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুই পাশের রাস্তায় শতশত যানবাহন আটকে আছে।

আন্দোলনে আসা শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’৫২ হাতিয়ার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, গর্জে উঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এ সময় শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে থানা বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
 

 এসআর

×