ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রুহুল কবির রিজভী

১৫ বছরের রক্তঝরা আন্দোলনের প্রতিটি মুহূর্তেই নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ ক

প্রকাশিত: ১১:০৩, ২৫ মে ২০২৫

১৫ বছরের রক্তঝরা আন্দোলনের প্রতিটি মুহূর্তেই নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ ক

ছবি: সংগৃহীত

আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। এই দিনে কবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “১৫ বছরের রক্তঝরা আন্দোলনের প্রতিটি মুহূর্তেই নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। শত আঘাতের মধ্যেও আমরা বেঁচে থাকার প্রেরণা পেয়েছি তার কাছ থেকে।”

রিজভী আরও বলেন, “বাংলাদেশের মানুষ যুগে যুগে নজরুলের কবিতা, লেখনী, সাহিত্য ও গান থেকে শিক্ষা গ্রহণ করেছে। শৃঙ্খলমুক্তির প্রেরণা এবং লড়াইকে ত্বরান্বিত করার তাগিদ নজরুল আমাদেরকে দিয়েছেন। এই অনুপ্রেরণা একেবারেই তুলনাহীন।”

তিনি জানান, “আমরা যখন অত্যাচারীর শৃঙ্খল ভাঙতে যাই, তখন নজরুলের গান গাইতে গাইতে মিছিলে যাই, কারাগারে যাই, স্লোগান দেই। আবার শান্তির সময়েও তার গানে আমরা অনুপ্রাণিত হই। প্রেম, প্রকৃতি, ভালোবাসা কিংবা ধর্মীয় উৎসব—আমাদের জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরেই নজরুল আমাদেরকে আনন্দিত করেন, উদ্বুদ্ধ করেন, অঙ্গীকারবদ্ধ করেন।”

নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরে রিজভী বলেন, “আজকের রাজনৈতিক ও সামাজিক সংকটেও নজরুল ভীষণভাবে প্রাসঙ্গিক। যেকোনো আগ্রাসনের মুখে তার কবিতা, গান, প্রবন্ধ আমাদের সংগ্রামে শক্তি জোগাবে, অনুপ্রেরণা দেবে। পৃথিবীতে যতদিন অন্যায়-অবিচার থাকবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক থাকবেন। বরং পৃথিবীকে ভালোবাসাময় করতে চাইলে নজরুল আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবেন।”

জুলাই-আগস্টের মহাবিপ্লব এবং তার আগের ১৫ বছরের রক্তক্ষয়ী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই দীর্ঘ আন্দোলনের প্রতিটি ধাপে নজরুল আমাদের আশ্রয় ছিলেন, শক্তি ছিলেন। আমরা তার কাছ থেকেই শত আঘাত সয়ে বেঁচে থাকার সাহস পেয়েছি।”

রিজভীর ভাষায়, “নজরুল শুধু জাতীয় কবি নন, তিনি আমাদের আত্মার কবি।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=4UKb7y_Mr0M

এএইচএ

×