ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফোন কভার: সুরক্ষা নাকি সমস্যা? জেনে নিন আসল সত্য

সোহাগ খান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

প্রকাশিত: ০০:০৭, ২৫ মে ২০২৫

ফোন কভার: সুরক্ষা নাকি সমস্যা? জেনে নিন আসল সত্য

ছবিঃ সংগৃহীত

আজকের দিনে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফোন কভার প্রায় অপরিহার্য একটি উপকরণে পরিণত হয়েছে। ধুলোবালি, স্ক্র্যাচ বা হঠাৎ পড়ে যাওয়ার হাত থেকে ফোনকে রক্ষা করতে কভারের ব্যবহার বেশ জনপ্রিয়। দামি আইফোন থেকে শুরু করে সাধারন অ্যান্ড্রয়েড ফোন—সবখানেই দেখা যায় নানা রঙ ও ডিজাইনের মোবাইল কভার।

তবে কভারের সুবিধার পাশাপাশি কিছু গোপন অসুবিধাও রয়েছে, যা অনেকেই জানেন না। প্রতিদিন যেসব সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা, তার পেছনে এই কভারই হতে পারে মূল কারণ।

কভারেই সমস্যা লুকিয়ে? 

বিশেষজ্ঞদের মতে, ফোন কভারের কারণে সবচেয়ে বড় সমস্যা দেখা যায় ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। স্মার্টফোন যখন দীর্ঘক্ষণ গেমিং, ভিডিও স্ট্রিমিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে ব্যস্ত থাকে, তখন ফোনের ভেতরে জমে থাকা তাপ সহজে বেরোতে পারে না কভারের কারণে। ফলস্বরূপ, ব্যাটারির উপর চাপ পড়ে এবং ফোনের আয়ু কমে যেতে পারে।

সিগন্যাল এবং চার্জিং সমস্যাও অজানা নয় অনেক কভার বিশেষ করে ৩৬০ ডিগ্রি প্রটেকশন দেয় এমন কভার, ফোনের সিগন্যাল গ্রহণে সমস্যা তৈরি করতে পারে। এতে মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ এমনকি ওয়্যারলেস চার্জিংও বাধাগ্রস্ত হয়। যদিও সাধারণ ব্যাক কভারে এই সমস্যা তুলনামূলকভাবে কম দেখা যায়।

শিশুদের জন্য হতে পারে ঝুঁকিপূর্ণ 

ফোন কভার অনেক সময় শিশুদের হাতেও চলে যায়। তারা মুখে দিয়ে ফেলতে পারে, আর এর ফলে কভারে থাকা জীবাণু সহজেই শরীরে প্রবেশ করতে পারে। শিশুদের সংবেদনশীল শরীরের জন্য এটি মারাত্মক ক্ষতিকর হতে পারে।

সমাধান কী? 

ফোন কভার ব্যবহারে কিছু নিয়ম মানলেই এই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

  • প্লাস্টিকের বদলে ভালো মানের, অ্যান্টি-হিট উপাদানে তৈরি কভার ব্যবহার করুন।
  • ৩৬০ ডিগ্রি কভার ব্যবহার থেকে বিরত থাকুন।
  • ফোন ব্যবহার বেশি হলে, যেমন গেম খেলা বা ভিডিও দেখা—তখন কভার খুলে রাখুন।
  • সপ্তাহে অন্তত একবার কভার পরিষ্কার করুন।
  • শিশুদের নাগালের বাইরে রাখুন ফোন ও কভার।

ফোন কভার ব্যবহার একদিকে যেমন সুরক্ষা দেয়, তেমনি কিছু সমস্যারও জন্ম দিতে পারে। তাই সচেতন থাকাই সবচেয়ে বড় উপায়।

আলীম

×