ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নর্থ হলিউডে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বসন্ত উৎসব ২০২৫

সাইফুর রহমান ওসমানী জিতু

প্রকাশিত: ১৫:০২, ৯ মে ২০২৫

নর্থ হলিউডে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বসন্ত উৎসব ২০২৫

ছবি: জনকণ্ঠ

ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে দক্ষিণ ক‍্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা সপরিবারে উপস্থিত হয়েছিলেন নর্থ হলিউডের সাইন্টোলজী মিলনায়তনে। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় লস এন্জেলেস শহরের অত‍্যন্ত সুপরিচিত  সাংস্কৃতিক সংস্হা ‘রং’ একটি সফল বর্ণাঢ্য আয়োজনের মধ্য‍ দিয়ে স্বাগত জানিয়েছে তাঁদের বাৎসরিক ধারাবাহিক অনুষ্ঠান, ‘বসন্ত উৎসব ২০২৫’। 

হলুদ রঙের শাড়ি আর ছেলেরা হলুদ রঙের পোশাকে সেজে উঠেছিলো, নর্থ হলিউডের সাইন্টোলজী মিলনায়তন। দক্ষিন ক‍্যালিফোর্নীয়ার প্রবাসী বাংলাদেশীরা স্বত:স্ফুর্তভাবে বাসন্তী রঙ্গের জামা-কাপড পোশাকে সজ্জিত হয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ‘রং’ আয়োজিত বসন্ত উৎসব ২০২৫ অনুষ্ঠানে উপস্থিত হন। এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত সঙ্গীত শিল্পী- এস.ডি.রুবেল।

‘রং’ সংস্হার প্রতিষ্ঠাতা ও সভানেত্রী, হাসিনা বিন্তে হোসেন’র সফল পরিকল্পনায়, এবারের ‘বসন্ত উৎসব ২০২৫’ ছিলো প্রানবন্ত। প্রবাসী জনপ্রিয় শিল্পীদের সঙ্গে নিয়ে ও বাংলাদেশ থেকে আগত কন্ঠতারকা এস.ডি.রুবেলের একক সঙ্গীত পরিবেশনায় ‘বসন্ত উৎসব ২০২৫ রুপ নেয় জমকালো বিনোদনে পরিপূর্ণ জমজমাট-একটি সফল অনুষ্ঠান । 

লস এন্জেলেস শহরের অত‍্যন্ত জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধূরী ও উপস্থাপিকা সাজিয়া হক মিমি’র চমৎকার অনবদ্য উপস্থাপনা ও অসাধারণ পরিবেশনা মিলনায়তনে উপস্থিত দর্শকরা অধিক আগ্রহ নিয়ে মধ‍্যরাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন। বসন্তকালের সঙ্গে সামন্জস‍্য রেখে উপস্থাপক মিঠুন চৌধুরী ও উপস্থাপিকা সাজিয়া হক মিমি’র  দূ’জনেরই বাসন্তি রঙের ঝলমলে পোষাক-পরিচ্ছদ ছিলো, দৃস্টিনন্দন ও চোখে পড়ার মতো। আর এ মন্চসফল অনুষ্ঠানের নেপথ্যের কারিগর ছিলেন, অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্হনা ও নির্দেশক লস এন্জেলেস শহরের বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ এম. হোসেন বাবু। 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দূ’টি দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় দলীয় দেশাত্মবোধক গান ও বসন্তের ওপর লেখা একটি দলীয় সঙ্গীত। এতে অংশ নেন একঝাঁক প্রবাসী কন্ঠশিল্পীরা। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ হিসেবে পরিবেশিত দলীয় ও একক নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে নৃত‍্যানুষ্ঠানে অংশ নেন: অহনা,মৌমিতা বড়ুয়া, নবনিতা বডুয়া, উর্বশী বড়ূয়া, আরাধ‍্যা বডূয়া ও শুদ্র। প্রবাসী কন্ঠশিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন: তাইফুন নূর চৌধুরী, লাকী আফরোজ, লুনা রহমান, স্রেয়াস, এ‍্যপোলো হাফিজ রহমান ও কাবেরী রহমান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসাবে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী এস.ডি রুবেল। অনবদ্য একক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে তিনি মিলনায়তনের দর্শক-শ্রোতাদের মাঝে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। 

অনুষ্ঠানের নতুন চমক নিয়ে এস. ডি. রুবেল মন্চে লস এন্জেলেস শহরের প্রবাসী কন্ঠশিল্পী কাবেরী রহমানের সঙ্গে একটি যুগল কন্ঠের গানে অংশ নেন। ‘ভালোবাসার সাত রং’ শিরোনামে  এ গানটিতে এস.ডি. রুবেলের সঙ্গে দ্বৈতগানে অংশ নেন, প্রবাসী কন্ঠশিল্পী কাবেরী রহমান। রোমান্টিক বাংলা প্রেমের এ গানটির  সুরকার এস. ডি. রুবেল এবং গানটির গীতিকার প্রবাসী গীতিকার সৈয়দ এম. হোসেন বাবু। এখানে উল্ল‍্যেখ করা যেতে পারে, ‘ভালোবাসার সাত রং’ এ গানটি কন্ঠশিল্পী এস.ডি. রুবেল লস এন্জেলেস শহরেই সূরারোপ করেন এবং এর ওপর একটি সঙ্গীতচিত্র নির্মাণ করেন, যার সম্পূর্ণ অংশ লস এন্জেলেস ও আশেপাশের বিভিন্ন শহরে চিত্রায়িত। 

 ‘বসন্ত উৎসব ২০২৫’ অনুষ্ঠানে অন‍্যন‍্য উল্লেখযোগ্য অংশ হিসাবে মন্চে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন: মুক্তিযোদ্ধা জাহেদুল মাহমুদ জামী ও যুক্তরাস্ট্রের ভার্জিনিয়া শহর থেকে আগত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক সুমি খান। কন্ঠশিল্পী এস.ডি.রুবেলকে ‘রত’ সংস্হার পক্ষ থেকে বিশেষ সনদপত্র ও পুরস্কারে সম্মানিত করা হয়। স্হানীয় সংবাদকর্মী হিসাবে সম্মাননা সনদপত্র গ্রহণ করেন: গোলাম কিবরিয়া, সূখেন্দ্র পল ও শেখ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রিভারসাইড কাউন্টির মরেনো ভ্যালী শহরের সিটি হলের  ‘পার্কস ও রিক্রিয়েশন’ বিভাগের কমিশনার জেমস সি বেকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি বূয়েনা পার্ক ডিস্ট্রিক্ট-৪’র সিটি কাউন্সিল ও‍্যম‍্যান লামিয়া হক।  লস এন্জেলেস শহরের মেয়র অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি লস এন্জেলেস শহরের মেয়রের পক্ষ থেকে, কন্ঠশিল্পী এস.ডি.রুবেল’সহ বেশ কিছু প্রবাসী সমাজকর্মী ও শিল্পীদের হাতে বিশেষ সনদপত্র প্রদান করা হয়।

এসইউ

×