
.
গুচ্ছ গুচ্ছ বিভ্রম
স.ম. শামসুল আলম
গুচ্ছ গুচ্ছ দেখতে আরম্ভ করেছি সবকিছুকে
চোখেও সমস্যা নেই সম্পূর্ণ স্বচ্ছ দেখি
কেন যে একটিকে গুচ্ছ দেখি
গুচ্ছ গুচ্ছ নদী একত্রিত হয়ে একটি কঙ্কাল খাল হয়ে গেল
যেখানে সমুদ্র হওয়া বাঞ্ছনীয়
গুচ্ছ গুচ্ছ গাছ হেঁটে হেঁটে তেমাথায় জড় হয়ে একখন্ড মরা কাঠ হলো
যাদের হওয়ার কথা ছিল বিমুগ্ধ বাগান
গুচ্ছ গুচ্ছ ঘর একত্রিত হয়ে একটি ঘুঘুর বাসা হলো
যাদের হওয়ার কথা ছিল বিশাল একটি গ্রাম
গুচ্ছ গুচ্ছ ফুল হলো একটি অন্ধকার মালা
এই ফুলগুলো হতে পারত সজ্জিত রাজপ্রাসাদ
গুচ্ছ গুচ্ছ তুমি আমার পথ জুড়ে হয়ে গেলে শুকনো কাঁটা
হওয়ার কথা ছিল ভালোবাসা
এই গুচ্ছ গুচ্ছ নিয়ে আমি বড় একা
*
বিষণ্ণ তার আত্মহত্যা
সোহেল রানা
কী মায়ায় জড়ানো দৃশ্য
জীবন যাপনে নেই কোন উদযাপন
নেই কোন বিপন্নতা
তাকিয়ে আছি সীমান্তে যেখানে হৃদয় হয় নির্বাসিত
বিপন্ন প্রাণীর মতো অনিরাপদ মঞ্চায়ন
কেন পাখা মেলে হৃদয়ের ভাবনারা
কোথায় তার সম্ভাবনাময় দীপ্তি
হতে চেয়েছিলাম একান্নবর্তী
হতে চেয়েছিলাম শ্রীনগর পলাশতলী রাখাইন গ্রাম
দেখা যদি না হয় আর ফিরবে কী লোকজ সংস্কৃতি
না দেখার আকুলতায় নয়
নির্জনতার সম্প্রীতিতে নিজেকে মেলে দেখছো কি একবার
পেরেছো কী হ্যান্ডসেটটা তুলে রাখতে বুক সেলফে।