ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কবিতা

-

প্রকাশিত: ০১:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২২

কবিতা

-

কবি নয় কবিতা

 

মো. জাকির হোসেন

 

এখানেই গড়বড় করেছ প্রিয়তমা

কবিতা ছেড়ে কবির প্রেমে হয়েছ মগ্ন

শুধু ভাঙা নীড় দেখেছ তুমি

দেখনি সীমাহীন নীল আকাশ

কবিত্ব না খুঁজে নিরুপায় কবিকে

দাঁড় করিয়েছ অপবাদের কাঠগোড়ায়

 

তাই তো বলি, যদি স্বপ্ন দেখ

সুদূরের পিয়াসী হও তবে

কবি নয়, কবিতাকে ভালোবাসো

কবির যা কিছু সম্বল সবই তো

বর্ণে বর্ণে কবিতার পঙ্ক্তি মালায়-

ধ্যান জ্ঞান প্রেম প্রণয় শক্তি সাহস

বলা না-বলা কথা, প্রতিবাদ প্রতিরোধ

এসবই পাবে কবিতার পাতায় পাতায়

 

 

** ও চাঁদ সরো

 

রওশন রুবী

 

উপুড় হয়ে আছে ভেজা চাঁদ

পেঁজা পেঁজা উড়ছে আর্তনাদ

গভীর অভাব তার সমগ্র টানে

ধুয়ে নিচ্ছে এ কোন্ পরমাণু বাণে?

ও চাঁদ সরো, ও চাঁদ সরো কাঁপছে বেবাক ছই

কেমন করে আমি বলো অন্য কারো হই?

×