
মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা যায় যেসব কলেজ মেজর বা শিক্ষাক্ষেত্রে, তার শীর্ষে রয়েছে অ্যানথ্রোপলজি (মানববিদ্যা) —সম্প্রতি এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের এক প্রতিবেদন।
প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রোপলজি, অর্থাৎ মানবজাতি ও এর বৈচিত্র্য নিয়ে বৈজ্ঞানিক গবেষণার এই বিষয়টির বেকারত্বের হার ৯.৪ শতাংশ, যা সবচেয়ে বেশি। এই মেজর থেকে স্নাতকদের প্রারম্ভিক ক্যারিয়ারে গড় আয় হয় বছরে ৪২,০০০ ডলার, যা মাঝ ক্যারিয়ারে ৭০,০০০ ডলার পর্যন্ত যেতে পারে।
এই তথ্য ২০২৩ সালে মার্কিন সেনসাস ব্যুরোর উপাত্ত বিশ্লেষণ করে প্রকাশ করা হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ফিজিক্স (পদার্থবিজ্ঞান)—এটির বেকারত্বের হার ৭.৮%। যদিও এই মেজর থেকে শুরুতে আয় ৭০,০০০ ডলার, আর মাঝ ক্যারিয়ারে তা বেড়ে ১,০০,০০০ ডলার হতে পারে।
তৃতীয় অবস্থানে রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, যার বেকারত্বের হার ৭.৫%।
চতুর্থ স্থানে রয়েছে কমার্শিয়াল আর্ট ও গ্রাফিক ডিজাইন, যেখানে বেকারত্ব ৭.২%, এবং
পঞ্চম অবস্থানে রয়েছে ফাইন আর্টস, যার হার ৭%।
চাকরির প্ল্যাটফর্ম গ্লাসডোর-এর প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাও বলেন, বেকারত্বের হার তুলনামূলকভাবে বেশি হলেও কম্পিউটার বিজ্ঞানের মতো বিষয়ের প্রতি আগ্রহ এখনো বেশি, কারণ এসব ক্ষেত্রে উচ্চ বেতনের সুযোগ থাকে।
তথ্যপ্রযুক্তি খাতের বিপুল বিনিয়োগ সক্ষমতার জন্য কম্পিউটার সম্পর্কিত মেজরগুলোতে গড় আয় অনেক বেশি—কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা ক্যারিয়ারের শুরুতে গড়ে ৮০,০০০ ডলার আয় করতে পারেন, যা কম্পিউটার সায়েন্স ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথেও তুলনীয়।
ঝাও বলেন, “বেকারত্বের হার হয়তো বেশি, কিন্তু আন্ডারএমপ্লয়মেন্টের (অপ্রয়োজনীয় কাজ পাওয়ার হার) হার কম। এর মানে হলো, নতুন গ্র্যাজুয়েটরা হয়তো প্রথম চাকরি পেতে একটু সময় নিচ্ছে, কারণ তারা জানে অপেক্ষা করলে তাদের জন্য পুরস্কার রয়েছে।”
মানবসম্পদ পরামর্শক ব্রায়ান ড্রিসকল বলেন, “শীর্ষ মেজর বেছে নেওয়া ও কঠোর পরিশ্রম সত্ত্বেও অনেক গ্র্যাজুয়েটকে চরম প্রতিযোগিতা, চাকরির অভাব এবং ক্রমবর্ধমান শিক্ষ ঋণের মুখোমুখি হতে হয়।”
তিনি আরও বলেন, বর্তমান চাকরির বাজারে প্রার্থীর যোগ্যতার চেয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান বা পারিবারিক পটভূমি অনেক সময় বেশি গুরুত্ব পায়, যা শিক্ষাব্যবস্থা ও বাস্তব দুনিয়ার চাহিদার মাঝে এক গভীর বিভাজন তৈরি করেছে।
সব মিলিয়ে, সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য স্নাতকদের বেকারত্বের হার ২০২৫ সালের মার্চে দাঁড়িয়েছে ৫.৮%, যা এক বছর আগে ছিল ৪.৬%।
সানজানা