
প্রকৃতিতে চলছে রোদ-বৃষ্টির খেলা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। সকালে ঘুম থেকে উঠে দেখলেন মেঘলা আকাশ, মৃদু-মন্দ বাতাস। ফুরফুরে মনে বাইরে বের হলেন। বাইরের কাজগুলো আজ আরামেই করা যাবে। কিন্তু বের না হতেই দেখলেন খটখটে রোদ উঠেছে। রোদের তাপে পুড়ে যাচ্ছেন ভাব। ইশ, ছাতাটা যদি নিয়ে আসতাম। অথবা পরিষ্কার আকাশ, মেঘের ছিটেফোঁটাও নেই। অফিসের উদ্দেশ্যে রওনা হতেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। কোনো যানবাহনে উঠার আগেই নামল ঝুম বৃষ্টি। থামার নাম-গন্ধও নেই। অফিসের দেরি হয়ে যাচ্ছে- ইশ, ছাতাটা যদি থাকত।
এই রোদ-বৃষ্টির দিনে ছাতা আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটি জিনিস। আমাদের মনের বদ্ধ ধারণা- ছাতা মানে বৃষ্টি থাকতে হবে। কিন্তু ভেবে দেখেন তো, বাইরে যা তীব্র রোদ উঠে, তাপমাত্রা কখনো ৩৪/৩৫/৩৬ ডিগ্রি হয়ে যায়। এই রোদে গায়ের চামড়া পুড়ে কালো হয়ে যায়। কয়েকদিন যেতেই দেখবেন আপনার মুখ আর হাত-পায়ের আবৃত অংশের তুলনায় খোলা অংশ রোদে পুড়ে কালো হয়ে গেছে। তাই সঙ্গে ছাতা থাকলে বৃষ্টির হাত থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তেমনি ত্বকও রোদে পোড়া থেকে রক্ষা পায়। আমরা অনেকেই ত্বকের যত্নে খুব সোচ্চার। তাই শুধু ক্রিম বা সানস্ক্রিন মুখে লাগালেই হবে না, সঙ্গে ছাতাও ব্যবহার করুন। অনেক মেয়েদের ব্যাগেই ছোট ফোল্ডিং ছাতা থাকে, কিন্তু ছেলেরা এ বিষয়ে খুবই উদাসীন। তাহলে কি ছেলেদের ত্বক রোদে পোড়ে না? বৃষ্টি তাদের কোনো সমস্যা সৃষ্টি করে না! নাকি তারা নিজেদের বিষয়ে সচেতন না? ছেলেরাও ছোট ফোল্ডিং ছাতা ব্যবহার করতে পারেন। মোবাইলের মতো ছাতাটা হাতের মুঠোতেই রাখতে পারেন। অথবা সঙ্গে থাকা ছোট ব্যাগটাতে রেখে দিতে পারেন। এতে হঠাৎ বৃষ্টিতেও জরুরি কাজ আটকে থাকবে না। বৃষ্টি থাকলেও ছাতা মাথায় দিয়ে বের হয়ে সময়মতো প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন। আজকাল যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা মার্কেটেই আপনি আপনার সাধ্য ও পছন্দমতো ছাতা পাবেন। কোয়ালিটি, ধরন ও ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন দামের ছাতা রয়েছে। একটু ভালো মান ও মজবুত ছাতা চাইলে আপনাকে প্রায় হাজার টাকার বাজেট করতে হবে। আর কমের মধ্যে চাইলে সর্বনিম্ন ৩০০ টাকায় যে কোনো মার্কেট বা এলাকার দোকানেও পেয়ে যাবেন ছাতা। সবচেয়ে ভালো হবে কালো রঙের ছাতা। এটি সূর্যের তাপ ও ক্ষতিকর সব রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করবে, আবার গরমও কম লাগবে। অথবা যে কোনো গাঢ় রঙের ছাতাও ব্যবহার করতে পারেন। ভালো ব্র্যান্ড বলতে আমাদের দেশে অনেকেই শংকর, এটলাস, বিএমডব্লিউ ছাতাকে পছন্দ করেন। আজকাল অনলাইনেও সুন্দর ছাতা পাওয়া যায়। সাধ্যের মধ্যে অনলাইন থেকেও কিনে নিতে পারেন। এতে সময়ও বেঁচে যাবে। তাহলে সময়, সুযোগ, শখ ও সাধ্যের মধ্যে সুন্দর রং, নকশা দেখে কিনে নিতে পারেন অতি প্রয়োজনীয় এই জিনিসটি। যা আপনাকে শুধু বৃষ্টি থেকেই না, তীব্র রোদ থেকে আপনার ত্বককেও রক্ষা করবে।
মডেল : আখি
প্যানেল