
ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ১০টি স্থায়ী পদে প্রভাষক নিয়োগ দিবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ২১ জুলাইয়ের মধ্যে ৯ম গ্রেডে ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ১টি, গণিত বিভাগ ২টি, পরিসংখ্যান বিভাগ ২টি, মার্কেটিং বিভাগ ১টি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ১টি, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ১টি ও কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ২টি বিভাগসমূহের প্রভাষক পদে আবেদন করার জন্য আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এদিকে গত বছর ২ জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
আবির