ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চট্টগ্রাম কাস্টমসে ১১৭টি পদে জনবল নিয়োগ

প্রকাশিত: ২১:১৮, ২৬ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম কাস্টমসে ১১৭টি পদে জনবল নিয়োগ

কাস্টমস হাউস

জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ১১৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ১১ জানুয়ারি।

সোমবার (২৬ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ১৬ ক্যাটাগরিতে শূন্য পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত ১৮ ডিসেম্বর তারিখে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে
কম্পিউটার অপারেটর পদে ১ জন, পরিসংখ্যান অনুসন্ধায়ক ১ জন, সাঁটমূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন,ড্রাফটসম্যান ১ জন, উচ্চমান সহকারী ১৩ জন, ক্যাশিয়ার ৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক পদে ৫জন, গাড়িচালক ১৩ জন, সিপাই পদে ৫৩ জন, ইলেকট্রিশিয়ান ১ জন, ডেসপাচ রাইডার ১ জন, ফটোকপি অপারেটর ২ জন, অফিস সহায়ক পদে ১৩ জন, নিরাপত্তা প্রহরী ৩ জন ও পরিচ্ছন্নতা কর্মী ১ জন।

এসব পদে চট্টগ্রাম,কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবার জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদ অনুসারে বেতন ও শিক্ষাগত যোগ্যতা আলাদা। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১১ জানুয়ারি, ২০২২

 

 এসআর

×