ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকের চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল

প্রকাশিত: ২১:২০, ২ নভেম্বর ২০২২; আপডেট: ২১:২২, ২ নভেম্বর ২০২২

ব্যাংকের চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল

বাংলাদেশ ব্যাংক

নিয়োগ প্রক্রিয়ায় মহামারির প্রভাবের কারণে ব্যাংকিং খাতের চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। 

২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত আবেদনকারীর বয়স গণনার জন্য চাকরির বিজ্ঞাপনদাতা ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, যে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর ছিল, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংক চাকরিতে নিয়োগের জন্য যোগ্য হবেন। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
 

এসআর

×