ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আলো নিভিয়ে দেবে প্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২২

আলো নিভিয়ে দেবে প্যারিস

বিদ্যুত বাঁচাতে বিখ্যাত আইফেল টাওয়ারের আলো দ্রুত নিভিয়ে দেবে প্যারিস

শীতে বিদ্যুত বাঁচাতে বিখ্যাত আইফেল টাওয়ারের আলো দ্রুত নিভিয়ে দেবে প্যারিসশুধু তা-ই নয়, কমানো হচ্ছে সরকারী ভবনের আলোকসজ্জার সময় এবং ঘরের তাপমাত্রাওবুধবার শহরটির মেয়র অ্যান হিডালগো এ কথা জানিয়েছেনরাশিয়ার গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া এবং জ্বালানির ক্রমবর্ধমান দামের কারণে বিদ্যুত সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে প্যারিস

অন্যান্য প্রতিবেশীর মতো রুশ গ্যাসের ওপর অতটা নির্ভরশীল নয় ফ্রান্সতবে রেকর্ড সংখ্যক পারমাণবিক চুল্লি বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক সময়ে বিদ্যুত রফতানিকারক দেশটি সম্প্রতি বিদ্যুত আমদানি করতে বাধ্য হয়েছে।-এনডিটিভি

×