
জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন
আগামী ৪ আগস্ট ছয় যাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণে যাবে জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন। এই ভ্রমণে সংস্থাটি ব্যবহার করছে দ্য নিউ শেফার্ড যান। গোটা ভ্রমণপর্ব মাত্র ১০ মিনিটের। চলতি বছরে ব্লু অরিজিনের এটি তৃতীয় মহাকাশ ভ্রমণ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লঞ্চসাইট ওয়ান থেকে ছাড়বে মহাকাশযানটি। ভ্রমণের ওই ১০ মিনিট ভারশূন্য অবস্থা থেকে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে প্রত্যক্ষ করা এবং মহাকাশ দেখার অভিজ্ঞতা পাবেন যাত্রীরা। -বিবিসি