ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

গাজা দখল নয়, হামাসমুক্ত করা হবে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ৯ আগস্ট ২০২৫

গাজা দখল নয়, হামাসমুক্ত করা হবে: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে এক অগ্নিপরীক্ষার মুখে। গাজায় চলমান যুদ্ধ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কঠোর সমালোচনা এবং পশ্চিমা দেশগুলোর চাপ, সব মিলিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের নেতানিয়াহুর  নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। এ পরিকল্পনা দেশি-বিদেশি সমালোচনার ঝড় তুলেছে।

নেতানিয়াহু শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, “আমরা গাজা দখল করতে যাচ্ছি না, বরং হামাসের হাত থেকে গাজা মুক্ত করব।” তার মতে, গাজার সামরিকীকরণ বন্ধ ও একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন গঠন জিম্মিদের মুক্ত করতে এবং ভবিষ্যৎ হুমকি রোধ করতে সাহায্য করবে।

গত কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ব্যাপক সমালোচিত হয়েছে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় জাতিসংঘসহ বিশ্বজুড়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জোরদার হয়েছে। তবে নেতানিয়াহু এখনো ‘জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার’ দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

ইসরায়েলের ভেতরেও এই যুদ্ধ নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। সম্প্রতি ৬০০-র বেশি প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে নেতানিয়াহুকে শান্তি আলোচনায় ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ একাধিক মিত্র দেশ গাজায় মানবিক করিডর খোলার দাবি জানিয়েছে। নেতানিয়াহু সরকার কিছু সীমিত সহায়তা অনুমোদন করলেও পূর্ণ অবরোধ প্রত্যাহারে অনড়। এ কারণে পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে।

গাজা যুদ্ধের পাশাপাশি দুর্নীতির মামলায় বিচারাধীন নেতানিয়াহু এখন দ্বিগুণ চাপের মধ্যে রয়েছেন। বিরোধী দল ও গণমাধ্যম তাঁর বিরুদ্ধে ‘ব্যক্তিগত স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত’ করার অভিযোগ তুলছে।

বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের পরিণতি শুধু মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিই নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণও বদলে দিতে পারে—যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

মুমু ২

×