ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

এবার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যে অস্ত্র বানাচ্ছে ভারত

প্রকাশিত: ১৯:৩১, ২৪ জুলাই ২০২৫

এবার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যে অস্ত্র বানাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত।

চীন, পাকিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। এই বৈঠকে সম্ভাব্য আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা জোট গঠনের ইঙ্গিতে ভারতীয় কূটনৈতিক মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভারতের একাধিক গণমাধ্যম এই ত্রিপক্ষীয় জোটকে “জাতীয় নিরাপত্তার হুমকি” বলে উল্লেখ করেছে।

ভারত এমনিতেই চীন ও পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে সীমান্ত এবং কৌশলগত বিরোধে লিপ্ত। এর মাঝে তৃতীয় অংশীদার হিসেবে বাংলাদেশ যুক্ত হওয়াকে দিল্লি "সতর্ক সংকেত" হিসেবে দেখছে। বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে অত্যাধুনিক অস্ত্রের প্রয়োগ যেভাবে সামনে এসেছে, তাতে যুদ্ধ প্রস্তুতির নতুন দিগন্ত খুলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আধুনিক সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়াই হয়ে উঠেছে আঞ্চলিক প্রতিযোগিতার অন্যতম নিয়ামক।

যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভারত ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে অত্যাধুনিক AK-203 রাইফেল উৎপাদন শুরু করেছে। একে-৪৭ এর উন্নত সংস্করণ এই রাইফেল প্রতি মিনিটে ৭০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এবং প্রায় ৮০০ মিটার দূরত্ব পর্যন্ত কার্যকর। এটি হালকা, টেকসই এবং সব ধরনের আবহাওয়ায় ব্যবহারযোগ্য।

ইতিমধ্যেই গত ১৮ মাসে ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রায় ৪৮ হাজার রাইফেল হস্তান্তর করা হয়েছে এবং আগামী ১৫ আগস্টের মধ্যে আরও ৭ হাজার রাইফেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এই রাইফেল তৈরির জন্য ‘ইন্দো-রাশিয়ান প্রাইভেট লিমিটেড’ এর সঙ্গে ভারতের প্রযুক্তি হস্তান্তর চুক্তি সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এটি ১০০% দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত হবে এবং তখন একে-২০৩ এর নতুন নাম হবে “শের”। তখন প্রতি মাসে ১২ হাজার রাইফেল এবং বছরে দেড় লাখ রাইফেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে রাশিয়া ভারতকে AK-103 রফতানির প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখ্যান করে নিজস্ব উৎপাদনের সিদ্ধান্ত নেয়। উল্লেখযোগ্যভাবে, অনেক দেশ ইতিমধ্যেই ভারত থেকে এই রাইফেল কেনার আগ্রহ প্রকাশ করেছে।

নুসরাত

×