ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

চীনের পণ্যে বাজার দখলের অভিযোগ, কিন্তু ভেতরের হিসাব বলছে অন্য কথা!

প্রকাশিত: ১৮:১০, ২৪ জুলাই ২০২৫

চীনের পণ্যে বাজার দখলের অভিযোগ, কিন্তু ভেতরের হিসাব বলছে অন্য কথা!

ছবি: সংগৃহীত

সম্প্রতি কিছু পশ্চিমা মিডিয়া বলছে, চীনের সস্তা পণ্য আসিয়ান দেশগুলোর (যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড) শিল্প খাতকে বিপদে ফেলছে। তারা বলছে, চীনের বড় রপ্তানি আসিয়ান দেশগুলোতে নিজেদের পণ্য বিক্রি কমিয়ে দিচ্ছে। কিন্তু আসলে বাস্তব চিত্রটা অনেক আলাদা।

চীন ও আসিয়ান দেশগুলো একে অপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। চীনের তৈরি যন্ত্রপাতি ও কাঁচামাল আসিয়ান দেশগুলোর কল-কারখানায় ব্যবহৃত হয়। আর চীন আবার আসিয়ান থেকে প্রচুর কৃষিপণ্য, খনিজ এবং অন্যান্য কাঁচামাল আমদানি করে। ফলে এটা একতরফা নয় — বরং দুই পক্ষেরই লাভ হচ্ছে।

চীনা কোম্পানিগুলো আসিয়ান অঞ্চলে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, যেখানে অসংখ্য লোকের চাকরি হচ্ছে। তারা শুধু পণ্য বিক্রি করছে না, বরং সড়ক, রেললাইন, বিদ্যুৎকেন্দ্রের মতো অবকাঠামোও তৈরি করছে। এর ফলে স্থানীয় উন্নয়ন হচ্ছে, মানুষ প্রশিক্ষণ পাচ্ছে, এবং দেশগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ছে।

চীনের সঙ্গে এই ঘনিষ্ঠ সম্পর্ক আসিয়ান দেশগুলোকে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে, যা বৈশ্বিক বাজারে তাদের অবস্থান মজবুত করছে। তাই পশ্চিমা মিডিয়ার দাবি — চীনের রপ্তানি আসিয়ান দেশগুলোর ক্ষতি করছে — সেটা একধরনের ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।

আবির

×