ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

এবার এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট অবতরণের পর আগুন!

প্রকাশিত: ২০:১০, ২২ জুলাই ২০২৫

এবার এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট অবতরণের পর আগুন!

ছবি: সংগৃহীত।

হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-315 দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (APU)-এ আগুন লাগে। মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

বিমানের যাত্রীরা যখন নামছিলেন, তখনই আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। আগুন ধরা পড়ার সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে APU বন্ধ করে দেয়, এবং যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমে যান।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, Airbus A321 মডেলের উক্ত বিমানটিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা তদন্ত না হওয়া পর্যন্ত গ্রাউন্ডেড রাখা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)-কে বিষয়টি জানানো হয়েছে।

 

সূত্র: এনডিটিভি

মিরাজ খান

×