ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়ামের আত্মীয়র লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ২২ জুলাই ২০২৫

প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়ামের আত্মীয়র লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারে নতুন এক শোকের ছায়া নেমে এসেছে। প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়ামের দূর সম্পর্কের আত্মীয় রোজি রোচেকে মৃত অবস্থায় পাওয়া গেছে যুক্তরাজ্যের উইল্টশায়ারের নর্টনে তার পারিবারিক বাসভবনে। তার মরদেহের পাশেই একটি আগ্নেয়াস্ত্র পড়ে ছিল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

২০ বছর বয়সী রোজি রোচে ছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানার চাচার নাতনি এবং ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মৃত্যুর সময় তিনি বন্ধুদের সঙ্গে একটি ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। ১৪ জুলাই তার মা ও বোন তার মরদেহ প্রথম দেখতে পান।

ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি বলেন, “তিনি আমাদের খুবই প্রিয় একজন ছাত্রী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

উইল্টশায়ার এবং সুইন্ডন কোরোনারের (ময়নাতদন্তকারী কর্মকর্তা) অফিস তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে মৃত্যুর সাথে তৃতীয় পক্ষের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে। ময়নাতদন্তের পরবর্তী শুনানি ২৫ অক্টোবর নির্ধারিত হয়েছে।

রোজির মরদেহ দাফনের জন্য একটি ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরবর্তীতে একটি স্মরণসভার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

মুমু ২

×