ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইমরান খানের মুক্তির দাবিতে রাজনীতির মঞ্চে তার দুই ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:০৮, ১২ জুলাই ২০২৫

ইমরান খানের মুক্তির দাবিতে রাজনীতির মঞ্চে তার দুই ছেলে

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান তাদের বাবার মুক্তির দাবিতে রাজনীতির আলোয় আসছেন। আগস্ট ৫-এ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ঘোষিত দেশব্যাপী প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এই তারিখটি ইমরান খানের ২০২৩ সালে ‘অবৈধভাবে’ গ্রেপ্তারের বার্ষিকী হিসেবে পালন করতে যাচ্ছে পিটিআই।

ইমরান খানের পুত্রদ্বয় যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মহলের সহানুভূতি ও চাপ সৃষ্টি করতে লবিং চালিয়েছেন। এখন তারা পাকিস্তানে এসে সরাসরি জনতার সামনে দাঁড়াতে চান। তাদের দাবি, “এটি এখন কেবল রাজনীতির বিষয় নয়, এটি ন্যায়ের প্রশ্ন।”

একটি পডকাস্টে সুলাইমান ও কাসিম জানান, তারা ইমরান খানের অনুমতি নিয়ে এই বক্তব্য দিয়েছেন। যদিও তাদের বাবা রাজনীতিতে ঢুকতে নিরুৎসাহিত করেছিলেন, কারণ রাজনীতিতে এখন ‘বংশীয় আধিপত্য’ এবং মাত্র দুটি দলের আধিপত্য বিদ্যমান।

তাদের ভাষ্য, “বর্তমানে বাবার পরিস্থিতি তাকে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা। তিনি মানবিক অধিকার থেকেও বঞ্চিত।”

ইমরানের সাবেক স্ত্রী জামিমা গোল্ডস্মিথ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানান, “আমার সন্তানরা তাদের বাবার সঙ্গে ফোনেও কথা বলতে পারে না। প্রায় দুই বছর ধরে তিনি একাকী কারাবাসে আছেন। এখন বলা হচ্ছে যদি তারা তাকে দেখতে যায়, তাদেরও গ্রেপ্তার করা হবে।” তিনি বলেন, “এটা কোনো গণতন্ত্র নয়, এটা ব্যক্তিগত প্রতিহিংসা।”

পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, “যদি সুলাইমান ও কাসিম সহিংস প্রতিবাদে অংশ নেয়, তাহলে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে।”

পিটিআইয়ের আগের প্রতিবাদগুলোতে গ্রেপ্তার ও মিডিয়া ব্ল্যাকআউট ঘটেছে। এদিকে সুলাইমান ও কাসিম দুজনই ব্রিটিশ নাগরিক। ভিসা আইন লঙ্ঘন করলে তাদের দেশ থেকে বের করে দেওয়া বা আটক করার ঝুঁকিও রয়েছে।

ইমরান খান এখন আদিয়ালা জেলে আছেন। ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং ২০২৩ সালের ৯ মে-এর বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা চলছে। পরিবার ও দল বলছে, এটি একটি রাজনৈতিক প্রতিশোধের অংশ।

মুমু ২

×