
ছবি: সংগৃহীত
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, মে মাসের শেষ দিক থেকে গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর খাদ্য বিতরণকেন্দ্র এবং ত্রাণ বহরের রুটে খাবার নিতে গিয়ে কমপক্ষে ৭৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
OHCHR-এর মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার (১১ জুলাই) জেনেভায় এক ব্রিফিংয়ে জানান, “৭ জুলাই পর্যন্ত আমরা ৭৯৮ জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছি। এর মধ্যে ৬১৫ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের আশপাশে এবং ১৮৩ জন ত্রাণ বহরের রুটে নিহত হয়েছেন।”
GHF যুক্তরাষ্ট্রের সাবেক সেনাসদস্য ও ভাড়াটে বাহিনীর মাধ্যমে চারটি ‘সশস্ত্র’ খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করছে, যেখানে আগে জাতিসংঘের তত্ত্বাবধানে ৪০০টি ‘অসামরিক’ বিতরণ কেন্দ্র পরিচালিত হতো।
GHF জাতিসংঘের প্রতিবেদনে উল্লিখিত তথ্যকে “ভুল ও বিভ্রান্তিকর” বলে দাবি করে বলেছে, “সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলো আসলে জাতিসংঘের ত্রাণ বহরের সাথেই যুক্ত।”
প্রতিদিনই গুলিতে নিহত হচ্ছে খাদ্যপ্রত্যাশীরা। GHF গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে সেখানে খাদ্য নিতে আসা সাধারণ মানুষদের ওপর প্রতিদিনই গুলিবর্ষণের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। ত্রাণ কেন্দ্রে পৌঁছাতে ফিলিস্তিনিদের জটিল নির্দেশনা মেনে দীর্ঘ পথ হেঁটে যেতে হচ্ছে, কিন্তু তারপরও নিরাপত্তা নিশ্চিত নয়।
চিকিৎসা সহায়তা সংস্থা ‘ডাক্তারস উইদাউট বর্ডার্স’ (MSF) জানিয়েছে, গাজা সিটিতে তাদের পরিচালিত ক্লিনিকে তীব্র অপুষ্টিজনিত রোগীর সংখ্যা গত দুই মাসে প্রায় চার গুণ বেড়েছে। এটি গাজায় ‘চরম ও নজিরবিহীন’ পুষ্টিহীনতার ইঙ্গিত দেয়।
ফারুক